Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

আয়কর দেননি প্রায় ৬৮ লক্ষ নাগরিক, চিহ্নিত করে ফেলল আয়কর বিভাগ

প্রায় ৬৮ লক্ষ ভারতীয় ২০১৫-১৬ অর্থবর্ষে আয়কর জমা দেননি। জানাল আয়কর বিভাগ। কারা আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না তা খুঁজে বার করার জন্য নন-ফাইলার্স মনিটরিং সিস্টেম বা এনএমএস নামে একটি বিশেষ ব্যবস্থা গড়ে তুলেছিল সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিটিডি) কর্তৃপক্ষ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ১৩:৩১
Share: Save:

প্রায় ৬৮ লক্ষ ভারতীয় ২০১৫-১৬ অর্থবর্ষে আয়কর জমা দেননি। জানাল আয়কর বিভাগ। কারা আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না তা খুঁজে বার করার জন্য নন-ফাইলার্স মনিটরিং সিস্টেম বা এনএমএস নামে একটি বিশেষ ব্যবস্থা গড়ে তুলেছিল সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিটিডি) কর্তৃপক্ষ। সেই ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রায় ৬৭ লক্ষ ৫৪ হাজার ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা বিপুল অঙ্কের লেনদেন করেছেন, কিন্তু আয়কর বিভাগকে সে তথ্য দেননি।

২০১৪-১৫ অর্থবর্ষে এই লেনদেনগুলি হয়েছে বলে সিবিডিটি চিহ্নিত করেছে। যে লেনদেনগুলিকে এই হিসেবের আওতায় আনা হয়েছে, সেগুলি কোনও ছোটখাট লেনদেন নয়, বড় অঙ্কের লেনদেন। অর্থাৎ আয়কর বিভাগ যাঁদের চিহ্নিত করেছে, তাঁরা উচ্চ আয়ের মানুষ। ২০১৪-১৫ অর্থবর্ষে তাঁরা যে সব লেনদেন করেছিলেন, ২০১৫-১৬ অর্থবর্ষের আয়কর রিটার্নে তার হিসেব জমা পড়ার কথা ছিল। কিন্তু সিবিডিটি গত অর্থবর্ষের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, এই সব লেনদেনের প্রেক্ষিতে কোনও রিটার্ন জমা পড়েনি। যাঁরা রিটার্ন দাখিল করেননি, তাঁদের প্রত্যেকের সঙ্গে আয়কর বিভাগের তরফে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে।

অন্য বিষয়গুলি:

Income Tax Tax Evasion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE