ফাইল চিত্র।
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা নিয়ে দিন দু’য়েক ফতোয়া জারির রেশ কাটার আগেই ফের একটি বিতর্কিত ফতোয়া জারি করল দারুল উলুম। ইসলামি এই প্রতিষ্ঠানটির নতুন ফতোয়া, আল্লাহ ছাড়া অন্য দেব-দেবীর পুজো করলেই ধর্মচ্যুত হবেন মুসলিমরা। শনিবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাত্কারে খোলাখুলি এই ফতোয়া জারি করেন দেওবন্দের ওই প্রতিষ্ঠানটির এক সদস্য।
দিওয়ালি উপলক্ষে বারাণসীতে মুসলিম মহিলা সংগঠন এবং বিশাল ভারত সংস্থানের যৌথ উদ্যোগে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হিন্দু মহিলাদের সঙ্গে মুসলিম মহিলারাও আরতি করেন, রামের পুজো করেন। অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়াই ছিল মূল লক্ষ্য। সেই প্রসঙ্গেই এ দিনের ফতোয়া বলে জানিয়েছে দারুল।
মুসলিম মহিলা সংগঠনের এক নেত্রী নাজনীন আনসারি বলেন, ‘‘আমাদের পূর্বপুরুষ রাম। নাম, ধর্ম বদলে ফেলা যায়, কিন্তু পূর্বপুরুষ কি বদলানো যায়! রামের আরাধনা মুসলিম-হিন্দুদের মধ্যে সেতুবন্ধনের কাজ করবে। এই অনুষ্ঠান মুসলিমদের উদারতার প্রতীক হয়ে উঠবে।’’
কিন্তু তাঁদের এই সৎ ভাবনা ভাল ভাবে নেয়নি দারুল উলুম। ফতোয়া জারি করা হয় এই ধরনের আচারের উপর।
দিন দু’য়েক আগে মুসলিম পুরুষ, মহিলাদের সোশ্যাল মিডিয়ায় নিজেদের বা পরিবারের সদস্যদের ছবি পোস্ট করার উপর নিষেধাজ্ঞা জারি করে দারুল। এমনকী চলতি মাসেই ফতোয়া জারি করে দারুল উলুম জানিয়ে দেয়, মুসলিম মেয়েরা বিউটি পার্লারে যেতে পারবেন না। ভ্রু প্লাক বা চুল কাটা কোনও কিছুই করা যাবে না। কারণ এসব নাকি ইসলাম-বিরোধী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy