পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)-এর চেয়ারম্যান পদ থেকে গজেন্দ্র চৌহানকে সরানোর দাবিতে পড়ুয়াদের ধর্মঘট রবিবার চব্বিশতম দিনে পড়ল। প্রতিষ্ঠানের শীর্ষ পদ থেকে গজেন্দ্র না সরানো পর্যন্ত তাঁরা ধর্মঘটের পথ থেকে হটবেন না বলে জানিয়েছেন পড়ুয়ারা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কর্তাদের সঙ্গে শুক্রবারের বৈঠকে পড়ুয়াদের কী কথা হয়েছে, সে ব্যাপারে শুরু হয়েছে নানা জল্পনা। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এফএসএ) দাবি করেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অরুণ জেটলি শুক্রবারের বৈঠকে প্রতিষ্ঠানটির বেসরকারিকরণের কথা বলেন। যদিও এফটিআইআই-এর অধিকর্তা জানান, প্রতিষ্ঠানকে চাঙ্গা করতে মন্ত্রকের থেকে অর্থ সাহায্যের কথা বলা হয়েছে শুক্রবারের বৈঠকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy