এই ছবিতেই লুকিয়ে একটি চিতাবাঘের শাবক। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
নিজের চোখে না দেখে জনশ্রুতি বিশ্বাস না করাই শ্রেয়। ছোট থেকেই মাথায় গেঁথে গিয়েছে এই শব্দবন্ধ। কিন্তু চোখে দেখলেই কি সব সত্যি হয়ে যায়! এ নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। এ বার তেমনই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বন দফতরের আধিকারিক পরভীন কাসওয়ান। গাছের ডালে বিশ্রামরত চিতাবাঘেরর ছবি দিয়ে নেটাগরিকদের ঠিক ক’টি চিতা রয়েছে খুঁজে বার করার কাজ দিয়েছেন তিনি।
টুইটারে যে ছবিটি তুলে ধরেছেন পরভীন, সেটি আসলে চিত্রগ্রাহক মোহন টমাসের তোলা। তাতে গাছের ডালে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ বসে রয়েছে। ডাল বেয়ে ঝুলছে তার লেজ। কিন্তু ডালটির ঠিক গোড়া থেকে আরও একটি লেজ ঝুলতে দেখা গিয়েছে। যদিও আপাত ভাবে ছবিতে দ্বিতীয় কোনও চিতাবাঘের দেখা মেলে না। কিন্তু এখানেই লুকিয়ে রহস্য। গাছের মূল কাণ্ডের পাশ দিয়ে ওঠা মোটা আকারের একটি শাখার খাঁজে চোখ বোলালেই বোঝা যায়, মুখ বাড়িয়ে বসে রয়েছে একটি চিতাবাঘের শাবক।
How many leopards ? https://t.co/lH3nnwnDhG
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 25, 2021
Spotted it on the first go pic.twitter.com/rPiUkjLbGa
— Anupama Síngh (@GlitterrBird) June 25, 2021
ছবিটি এক ঝলক দেখলে চোখে ধাঁধা লেগে যাওয়াই স্বাভাবিক। তবে ভাল করে খুঁটিয়ে দেখলেই, বোঝা যায়, একটি নয়, গাছটিতে দু’টি চিতাবাঘ বসে রয়েছে। তাই সময় লাগলেও, পরভীনের চ্যালেঞ্জ লুফে নেন নেটাগরিকরা। তাঁদের অধিকাংশই সঠিক উত্তর দিতে পেরেছেন। তাঁরা জানিয়েছেন, লেজ ধরে এগোলেই চিতাবাঘের শাবকটিকে সহজে খুঁজে বার করা সম্ভব। পরভীনের সেই চ্যালেঞ্জ হাত ঘুরে এখন রীতিমতো ভাইরাল নেটপাড়ায়।
(প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময় চিতাবাঘকে চিতা লেখা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy