Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Mahabharat

‘মহাভারতের যুগেও ইন্টারনেট’, যে ‘অকাট্য প্রমাণ’গুলি দেখে মনে হল বিপ্লব দেবের

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সম্প্রতি দাবি করেছেন মহাভারতের সময়েও ভারতে ইন্টারনেট ছিল। এখন প্রশ্ন হচ্ছে কী দেখে এমন অদ্ভুত ধারণা হল মুখ্যমন্ত্রীর? কী সেই ‘অকাট্য প্রমাণ’? খুঁজে বের করল সোশ্যাল মিডিয়া।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ১০:১৮
Share: Save:
০১ ০৮
গোটা দেশ তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় রসিকতার ঝড়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সম্প্রতি দাবি করেছেন মহাভারতের সময়েও ভারতে ইন্টারনেট ছিল, না হলে দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের সবিস্তার বর্ণনা কী ভাবে দিয়েছিলেন সঞ্জয়! এখন প্রশ্ন হচ্ছে কী দেখে এমন অদ্ভুত ধারণা হল মুখ্যমন্ত্রীর? কী সেই ‘অকাট্য প্রমাণ’? খুঁজে বের করল সোশ্যাল মিডিয়া।

গোটা দেশ তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় রসিকতার ঝড়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সম্প্রতি দাবি করেছেন মহাভারতের সময়েও ভারতে ইন্টারনেট ছিল, না হলে দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের সবিস্তার বর্ণনা কী ভাবে দিয়েছিলেন সঞ্জয়! এখন প্রশ্ন হচ্ছে কী দেখে এমন অদ্ভুত ধারণা হল মুখ্যমন্ত্রীর? কী সেই ‘অকাট্য প্রমাণ’? খুঁজে বের করল সোশ্যাল মিডিয়া।

০২ ০৮
কী ভাবছেন, ওয়াই ফাই এখনকার যুগে বিজ্ঞানের অবদান? মোটেই তা নয়। মহাভারত-রামায়নের যুগেও কিন্তু ‘ওয়াই-ফাই’ ছিল। ‘প্রমাণ’ রয়েছে আপনার চোখের সামনেই।

কী ভাবছেন, ওয়াই ফাই এখনকার যুগে বিজ্ঞানের অবদান? মোটেই তা নয়। মহাভারত-রামায়নের যুগেও কিন্তু ‘ওয়াই-ফাই’ ছিল। ‘প্রমাণ’ রয়েছে আপনার চোখের সামনেই।

০৩ ০৮
এই সেই ‘প্রাচীন ল্যাপটপ’ যেখানে মহাভারতের যুদ্ধ ‘লাইভ’ দেখা গিয়েছিল।

এই সেই ‘প্রাচীন ল্যাপটপ’ যেখানে মহাভারতের যুদ্ধ ‘লাইভ’ দেখা গিয়েছিল।

০৪ ০৮
প্রথম থ্রি-ডি গ্লাসের ‘আবিষ্কার’ হয়েছিল কিন্তু মহাভারতের যুগেই। তাই চোখে পর্দা থাকলেও গান্ধারী সবই দেখতে পেতেন।

প্রথম থ্রি-ডি গ্লাসের ‘আবিষ্কার’ হয়েছিল কিন্তু মহাভারতের যুগেই। তাই চোখে পর্দা থাকলেও গান্ধারী সবই দেখতে পেতেন।

০৫ ০৮
কৌরব-পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রে অত ভয়ঙ্কর যুদ্ধ হল। আর ঘরে বসেই দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রকে গোটা যুদ্ধের ধারা বিবরণী দিয়ে গেলেন সঞ্জয়। কী ভাবে? দেখুন এই সেই ‘ডঙ্গল’ যেটা দিয়ে মহাভারতের যুগে ইন্টারনেট কানেক্ট করা হত।

কৌরব-পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রে অত ভয়ঙ্কর যুদ্ধ হল। আর ঘরে বসেই দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রকে গোটা যুদ্ধের ধারা বিবরণী দিয়ে গেলেন সঞ্জয়। কী ভাবে? দেখুন এই সেই ‘ডঙ্গল’ যেটা দিয়ে মহাভারতের যুগে ইন্টারনেট কানেক্ট করা হত।

০৬ ০৮
মহাভারতের যুগেও মোবাইল ছিল। তাকিয়ে দেখুন ভীষ্মের হাতে কেমন জ্বলজ্বল করছে ‘মোবাইল’।

মহাভারতের যুগেও মোবাইল ছিল। তাকিয়ে দেখুন ভীষ্মের হাতে কেমন জ্বলজ্বল করছে ‘মোবাইল’।

০৭ ০৮
বিয়ের পর দ্রৌপদী ফেসবুকে কী স্ট্যাটাস দিয়েছিল জানেন?

বিয়ের পর দ্রৌপদী ফেসবুকে কী স্ট্যাটাস দিয়েছিল জানেন?

০৮ ০৮
এমনকী ওপেন হার্ট সার্জারির ‘নিদর্শন’ও মেলে রামায়নের যুগে। কার প্রথম ওই সার্জারি হয়েছিল জানেন তো?

এমনকী ওপেন হার্ট সার্জারির ‘নিদর্শন’ও মেলে রামায়নের যুগে। কার প্রথম ওই সার্জারি হয়েছিল জানেন তো?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE