দরজায় দরজায় ঘুরে লিফলেট বিলি করছে রোবট! ফুটপাথে দাঁড়িয়ে দিচ্ছে স্লোগান! আবেদন জানাচ্ছে বিজেপিকে ভোট দেওয়ার। গুজরাতে বিধানসভা ভোটের প্রচারে প্রযুক্তির এমনই অভিনব ব্যবহার করছে নরেন্দ্র মোদী-অমিত শাহের দল।
সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, বিজেপির প্রচারে ব্যবহৃত রোবটটি তৈরি করেছে ‘মাল্টি জোন আইটি সেল’। সংস্থার প্রধান হর্ষিত পটেল জানিয়েছেন, বাড়ি বাড়ি ঘুরে প্রচারপুস্তিকা বিলি করতে দক্ষ তাঁদের তৈরি রোবট। সেই সঙ্গে মানুষের কণ্ঠস্বরেই ভোটারদের কাছে পদ্ম-চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছে সে।
This robot distributes pamphlets to the public. We also use it for door-to-door campaigns, and Legislation Assembly's work, we have also attached speakers along with pre-recorded slogans for candidate campaigning: Harshit Patel, Robot manufacturer#GujaratElections2022 pic.twitter.com/9h5d9zp4Zt
— ANI (@ANI) November 18, 2022
আরও পড়ুন:
হর্ষিত বলেন, ‘‘আমরা রোবটে ছোট একটি স্পিকার বসিয়েছি। সেটার সাহায্যে রেকর্ড করা আবেদনবার্তা ভোটারদের পৌঁছে দেওয়া হচ্ছে। স্লোগানও চালানো হচ্ছে।’’ ‘মাল্টি জোন আইটি সেল’-এর তৈরি ওই প্রচার-রোবটের বুকে একটি এলইডি স্ক্রিনও লাগানো রয়েছে। তাতে অনবরত ফুটে উঠছে নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রিত্বের জমানা থেকে শুরু হওয়া গুজরাতের নানা উন্নয়ন প্রকল্পের ছবি!