Advertisement
০৫ নভেম্বর ২০২৪

খুশি গৌতম

প্রতুল দেব হত্যা মামলার রায় ঘোষণার পর ‘দায়মু্ক্ত’ হলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। আজ সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ‘‘সত্যের জয় হল।’’

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৬ ০৩:৪৭
Share: Save:

প্রতুল দেব হত্যা মামলার রায় ঘোষণার পর ‘দায়মু্ক্ত’ হলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। আজ সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ‘‘সত্যের জয় হল।’’

প্রতুলবাবু তাঁর ভগ্নীপতি। তবু ২০০১ সালের বিধানসভা নির্বাচনে কাটলিছড়ায় তাঁর সঙ্গেই লড়াই হয়েছিল গৌতমবাবুর। শ্যালকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়ে পরাস্ত হন প্রতুল দেব। এর বছর তিনেকের মধ্যে তাঁর অপহরণ ও খুনের ঘটনায় গৌতম রায়ের নাম জড়ায়। তাঁর ছেলে রাহুল রায়কে সিবিআই দিল্লিতে ডেকে জেরা করেছিল।

গৌতমবাবু এ দিন অভিযোগ করেন, তাঁকে ফাঁসাতে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছিল। তাঁর কথায়, ‘‘দিদি স্বামীহারা হওয়ায় মানসিক ভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। কিন্তু ওই হত্যাকাণ্ডে আমার নাম জড়িয়ে দেওয়ায় কারও সামনে দুঃখপ্রকাশও করতে পারছিলাম না।’’ তিনি জানান, প্রতুলবাবুর ভাই অনিল দেবের এজাহারে তাঁর নাম ছিল না। নাম ছিল না সিবিআই চার্জশিটেও। গৌতমবাবু জানান, লন্ডনে ফোন করে দিদিকে খুনিদের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের কথা জানিয়েছেন।

অন্য বিষয়গুলি:

Gautam Pratul deb murder case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE