Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বিতর্কে গৌতম

কংগ্রেসে নেতা-কর্মীদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই— এমনই দাবি করলেন গৌতমবাবু। আজ করিমগঞ্জে। উল্লেখ্য, করিমগঞ্জ কংগ্রেসে বেশ কিছু দিন থেকেই অন্তর্বিরোধের খবর মিলছিল। অভিযোগ, গৌতম-ঘনিষ্ঠ দেবর্ষি ভট্টাচার্যকে কোণঠাসা করেছেন দলেরই নেতাদের একাংশ।

পাশাপাশি। করিমগঞ্জে গৌতম ও কমলাক্ষ। শুক্রবার। ছবি: উত্তম মুহরী।

পাশাপাশি। করিমগঞ্জে গৌতম ও কমলাক্ষ। শুক্রবার। ছবি: উত্তম মুহরী।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ০৩:০২
Share: Save:

কংগ্রেসে নেতা-কর্মীদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই— এমনই দাবি করলেন গৌতমবাবু। আজ করিমগঞ্জে।

উল্লেখ্য, করিমগঞ্জ কংগ্রেসে বেশ কিছু দিন থেকেই অন্তর্বিরোধের খবর মিলছিল। অভিযোগ, গৌতম-ঘনিষ্ঠ দেবর্ষি ভট্টাচার্যকে কোণঠাসা করেছেন দলেরই নেতাদের একাংশ। দল ছাড়ার কথাও জানিয়েছিলেন দেবর্ষিবাবু। তার জেরেই এ দিন করিমগঞ্জে এসেছিলেন প্রাক্তন মন্ত্রী। ইন্দিরা ভবনে তিনি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা সভাপতি সতু রায়, পার্থসারথি দাস, ফয়জুর রহমান, কেতকীপ্রসাদ দত্ত উপস্থিতি ছিলেন।

কিন্তু গৌতমবাবুর মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে। তাঁর বক্তব্য ছিল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেব প্রায়ই তাঁর বিরুদ্ধে কথা বলতেন। করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে সন্তোষবাবুর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছিল। সেই সময় কংগ্রেসের এক শীর্ষনেতার মাধ্যমে তাঁকে জঙ্গিপুর সমষ্টিতে সরিয়ে দিয়েছিলেন সন্তোষবাবু। প্রতিশোধ নিতে পরে সন্তোষবাবুকে ভোটের ময়দানে পরাজিত করার ছক তিনিই কষেছিলেন বলে মন্তব্য করেন গৌতমবাবু। করিমগঞ্জে কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধ মেটাতে গিয়ে তিনি নিজেই তাতে উস্কানি দিয়েছেন বলে দলীয় কর্মীদের একাংশের অভিযোগ।

অন্য বিষয়গুলি:

Gautam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE