উদ্ধব ঠাকরে (বাঁ দিকে) এবং একনাথ শিন্ডের নতুন লড়াই শুরু মহারাষ্ট্রে। ফাইল চিত্র।
শিবসেনার প্রতিষ্ঠা দিবস কর্মসূচি ঘিরে সোমবার সংঘাতের সূচনা হয়েছিল। মঙ্গলবার ‘গদ্দার দিবস’ ঘিরে রাজধানী মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের অনুগামীদের মধ্যে উত্তেজনা তৈরি হল। উদ্ধব গোষ্ঠীর পাশাপাশি, মঙ্গলবার উদ্ধবের নেতৃত্বধীন শিবসেনা (বালাসাহেব) এবং মহাবিকাশ আঘাডী জোটের শরিক এনসিপি-ও ‘গদ্দার দিবস’ পালন করেছে।
নির্বাচন কমিশনের নির্দেশে শিবসেনার ‘মালিকানা’ পেয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। কিন্তু মরাঠা রাজনীতিতে এখনও ফয়সালা হয়নি প্রয়াত বালাসাহেব ঠাকরের রাজনৈতিক উত্তরাধিকারের। শিন্ডেগোষ্ঠীকে দলের নাম এবং নির্বাচনী প্রতীক দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদনও জানিয়েছে উদ্ধব শিবির। সেই মামলা এখনও বিচারাধীন। এরই মধ্যে আগামী ১ জুলাই থেকে রাজ্য জুড়ে শিন্ডে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করার কথা ঘোষণা করেছে উদ্ধব শিবির।
বালাসাহেব-পুত্র উদ্ধবের নেতৃত্বাধীন গোষ্ঠী আগেই ঘোষণা করেছিল, মঙ্গলবারের (২০ জুন) দিনটি ‘গদ্দার (বিশ্বাসঘাতক) দিবস’ হিসাবে তারা পালন করবে। কারণ ২০২২ সালের এই ২০ জুন দিনটিতেই শিবসেনা বিধায়কদের একাংশকে নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধবের বিরুদ্ধে ‘অভ্যুত্থান’ ঘটিয়েছিলেন শিন্ডে। এর পর বিজেপির সাহায্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিও দখল করেছিলেন। সেই বিদ্রোহের বর্ষপূর্তিতেই গদ্দার দিবসের ঘোষণা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy