১৮ দিন ধরে চলা রিলে অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এফটিআইআই) পড়ুয়ারা। ওই প্রতিষ্ঠানের ছাত্র সংগঠনের (এফএসএ) প্রতিনিধি রঞ্জিত নায়ার সংবাদমাধ্যমকে আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, ছাত্রদের শর্তেই আলোচনায় বসতে রাজি হয়েছে কেন্দ্র। ২৯ সেপ্টেম্বর মুম্বইয়ে সেই বৈঠকে হাজির থাকবেন এফএসএ-র তিন প্রতিনিধি এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিনিধিরা। তবে রঞ্জিত জানিয়েছেন, আপাতত অনশন তুলে নেওয়া হলেও ধর্মঘট চলবে।
এফটিআইআইয়ের গভর্নিং বডির চেয়ারম্যান পদে বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা গজেন্দ্র চৌহানকে বসানো নিয়ে যাবতীয় গোলমালের সূত্রপাত। বি আর চোপড়ার মহাভারত সিরিয়ালে যুধিষ্ঠিরের ভূমিকায় অভিনয়ের সূত্রে পরিচিতি পেয়েছিলেন গজেন্দ্র। পরে কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন বটে। তবে তাঁর কোনও ছবিই চলেনি। এফটিআইআইয়ের ছাত্রছাত্রীরা গজেন্দ্রের এই পদে বসা নিয়ে প্রথম থেকেই আপত্তি তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, এই শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় বসার মতো যোগ্যতাই তাঁর নেই। কেন্দ্রে শাসক দলের ঘনিষ্ঠ বলেই এত বড় প্রতিষ্ঠানে গুরু দায়িত্বে বসানো হয়েছে তাঁকে। ১২ জুন থেকে গজেন্দ্রের পদত্যাগের দাবিতেই ক্লাস বয়কট করতে শুরু করেন এফটিআইআইয়ের পড়ুয়ারা। তার পর থেকে এত দিন কোনও ক্লাস হয়নি ওই প্রতিষ্ঠানে।
গজেন্দ্র অবশ্য একাধিক বার জানিয়েছেন, নিজের যোগ্যতাতেই চেয়ারম্যান হয়েছেন তিনি। তাই সরে যাওয়ার কোনও প্রশ্নই নেই। কেন্দ্রের উপর চাপ বাড়াতে গত ৯ সেপ্টেম্বর থেকে অনশন শুরু করেন ছাত্রছাত্রীরা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বারবার অনুরোধ সত্ত্বেও অনশন তোলেননি তাঁরা। অবশেষে কেন্দ্র আলোচনার পথে হাঁটতে রজি হওয়ায় অনশন আন্দোলন থেকে সরে দাঁড়াতে রাজি হন পড়ুয়ারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy