বিনামূল্যে রেশন বন্ধ না করার দাবি জানিয়েছিল তৃণমূল। — ফাইল ছবি
আরও চার মাসের মেয়াদ বাড়ল বিনামূল্যে রেশন দেওয়ার কেন্দ্রীয় প্রকল্প। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে ৮০ কোটি ভারতীয় উপকৃত হবেন বলেন দাবি করেছেন তিনি।
Today’s Cabinet decision will benefit 80 crore Indians and is in line with our commitment of ensuring greater public welfare. https://t.co/1JUQ8KJc7B
— Narendra Modi (@narendramodi) November 24, 2021
গত বছর মার্চ মাসের শেষে লকডাউন ঘোষণা করে মোদী সরকার। সেই সময়ই ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’-র অন্তর্গত ৮০ কোটি ভারতীয়ের জন্য মাথা পিছু ৫ কেজি করে চাল বা গম বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। তার পর নভেম্বরে পরিষেবা বন্ধ হয়। ফের শুরু হয় এ বছর জুন মাসে। সেই পরিষেবার এই দফার মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত, ১ ডিসেম্বর থেকে পরবর্তী ৪ মাস, অর্থাৎ ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে।
কেন্দ্রের বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতর। আগেই প্রধানমন্ত্রীর কাছে বিনামূল্যে রেশন বন্ধ না করার আর্জি জানিয়েছিল তৃণমূল। সুর তুলছিল একাধিক বিরোধী দল। শেষ পর্যন্ত আরও ৪ মাসের জন্য ৮০ কোটি গরিব ভারতীয়কে বিনামূল্যে ৫ কেজি করে গম বা চাল দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখল মোদী সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy