অকাল বিশ্ববিদ্যালয়। ছবি টুইটার থেকে নেওয়া।
পঞ্জাবের ভাটিন্ডার অকাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নগ্ন করে পরীক্ষা করার অভিযোগ উঠল। অভিযোগ, শৌচালয়ে কোনও এক ছাত্রী ব্যবহৃত স্যানিটরি প্যাড ফেলে যান। কে এই কাজ করেছে তা জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবাসের প্রায় ১২ জনকে নগ্ন করে পরীক্ষা করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর।
ছাত্রীদের নগ্ন করে পরীক্ষা করার খবর ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ প্রথমে একে সামান্য ভুল বলে উল্লেখ করে। কিন্তু তাতে ছাত্রীদের ক্ষোভ আরও বেড়ে যায়। প্রায় ৬০০-৭০০ জন ছাত্রী বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। চাপে প়ড়ে দুই মহিলা ওয়ার্ডেন ও দুই মহিলা নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। তবে তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফলতির অভিযোগ আনা হলেও কোনও আইনি পদক্ষেপ করেনি বিশ্ববিদ্যালয়।
ছাত্রীদের অভিযোগ কর্তৃপক্ষ প্রথমে টালবাহানা করতে থাকে। পরে চাপে পড়ে তাদের বরখাস্ত করে। ছাত্রীদের আরও অভিযোগ এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত রক্ষণশীল। এখানে ছাত্রদের সঙ্গে ছাত্রীদের কথা পর্যন্ত বলতেও দেওয়া হয় না।
Harassment of girls students by hostel wardens at Akal University, Talwandi Sabo, Bathinda. @timesofindia @JagranNews @DainikBhaskar @ptcnews @aajtak @AmarUjalaNews @NewsNationTV @fastway @Jagranjosh @bhaskarnewsorg @punjabkesari @BaruSahibTKS @AkalUniversity pic.twitter.com/nZ30fSiYW2
— Shubham Jaiswal (@jaiswal_shubh90) April 27, 2019
আরও পড়ুন : চাপেই কি মত বদল? প্রশ্ন যাদবপুরের অন্দরেই
আরও পড়ুন : হাসিনার আর্জি বিফল, সংঘর্ষ ছড়াচ্ছে ঢাকায়
ছাত্রছাত্রীদের তরফে দাবি করা হয়েছে, শুধু বরখাস্ত করলেই হবে না। অভিযুক্ত চার কর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy