প্রতীকী ছবি
মানুষখেকোর আতঙ্কে দিন কাটছে বেতিয়ার জঙ্গল লাগোয়া গ্রামের মানুষদের। বিহারের পশ্চিম চম্পারণ জেলার বাল্মীকি টাইগার রিজার্ভের গোবর্ধন রেঞ্জের সুমেশ্বর পাহাড় এলাকায় ইতিমধ্যেই বাঘের পেটে গিয়েছেন এক গ্রামবাসী। জগন্নাথপুরের বাসিন্দা বিজয় মাঁঝি (৩০) গরু চড়াতে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হন। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা থানায় খবর দেন। থানা থেকে বন দফতরকে বিষয়টি জানানো হয়। গতকাল পরিবারের সদস্য এবং বন দফতরের কর্মীরা দিনভর খোঁজার পরে বিজয়ের দেহাংশ উদ্ধার করে। পোশাক দেখে পরিবারের লোকেরা দেহটি শনাক্তও করেন। এর পরেই গোটা এলাকায় ‘মানুষখেকো’র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গৌনাথা থানার ওসি মধুবন রাই জানিয়েছেন, বিজয়ের দেহ উদ্ধার করে মুজফ্ফরপুরে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না-তদন্তেই মৃত্যুর কারণ জানা যাবে। রাই বলেন, ‘‘প্রাথমিক ভাবে দেহাংশ দেখে মনে হচ্ছে কোনও বন্য জন্তুরই শিকার হয়েছেন তিনি। তবে কী ধরনে জন্তু তা ময়না-তদন্তেই জানা যাবে।’’ বনকর্তারা অবশ্য বিজয়ের দেহের আশপাশে বাঘের ‘পাগমার্ক’ পেয়েছেন। সেই হিসেবেই তাঁরা গোটা এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছেন।
২০১৭ সালের সুমারিতে জানা গিয়েছিল বাল্মীকি টাইগার রিজার্ভে ৩১টি পূর্ণবয়স্ক এবং ৯টি শিশু রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। ২০১৩ সালে ২২টি এবং ২০১৬ সালে ২৮টি বাঘ ছিল সেখানে। গত কয়েক বছরে প্রায় ৮৯৮ বর্গ কিলোমিটারের অভয়ারণ্যে বাঘদের সংখ্যা বৃদ্ধি হয়েছে স্বাভাবিক নিয়মেই।
আরও পড়ুন: পর্যটক বোঝাই সাফারি ভ্যানে লাফিয়ে পড়ল সিংহ, তার পর…
মাস চারেক আগে মাটিয়ারিয়া থানার বনওহা গ্রামের বাসিন্দা আলকালি দেবী নিখোঁজ হয়ে যান। তাঁর দেহাংশ ও পোশাক দেখে শনাক্ত করা হয়। সেই ঘটনার পর থেকেই এলাকায় মানুষখেকোর খবর রটে। আতঙ্কে গ্রামের লোকেরা রাতবিরেতে বাইরে বেরোনো বন্ধ করেন। এর মধ্যে বিজয় মাঁঝির মৃত্যুর ঘটনা নতুন করে আতঙ্ক তৈরি করেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy