Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

বিধানসভা ভোটের আগে দল ছাড়লেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সভাপতি

টুইটারে দেওয়া তাঁর ইস্তফাপত্রে তানওয়ার লিখেছেন, ‘‘কংগ্রেস রয়েছে এখন অস্তিত্বের সঙ্কটে। আর সেই সঙ্কট তার রাজনৈতিক বিরোধীদের জন্য নয়। সঙ্কট দলের অভ্যন্তরীণ মতবিরোধের জন্য।’’

হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তানওয়ার। ছবি- টুইটারের সৌজন্যে।

হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তানওয়ার। ছবি- টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ ১৭:৪৪
Share: Save:

বিধানসভা ভোটের মুখে হরিয়ানায় ধাক্কা খেল কংগ্রেস। টিকিট বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগে শনিবার দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তানওয়ার। গত কাল তিনি দলের নির্বাচন কমিটি থেকেও পদত্যাগ করেছিলেন।

টুইটারে দেওয়া তাঁর ইস্তফাপত্রে তানওয়ার লিখেছেন, ‘‘কংগ্রেস রয়েছে এখন অস্তিত্বের সঙ্কটে। আর সেই সঙ্কট তার রাজনৈতিক বিরোধীদের জন্য নয়। সঙ্কট দলের অভ্যন্তরীণ মতবিরোধের জন্য।’’

নিজের ১৭ বছর বয়স থেকে কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্কের সূত্রপাত থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত তাঁর অভিজ্ঞতা শেয়ার করে টুইটারে তানওয়ার লিখেছেন, ‘‘একেবারে শিকড় থেকে উঠে আসা পরিশ্রমী কংগ্রেস কর্মী, যাঁদের পরিবারের তেমন রাজনৈতিক অতীত বা বংশগৌরব নেই, তাঁদের আর কোনও মূল্য নেই কংগ্রেসে। এখন ভোটে দলের টিকিট পেতে গেলে লাগে হয় টাকা। বা প্রয়োজন হয় ব্ল্যাকমেলিং-এর। অথবা নানা ভাবে নির্বাচন কমিটির উপর চাপ সৃষ্টির।’’

আরও পড়ুন- বংশপরম্পরার রাজনীতিই ভোটে ডুবিয়েছে, জানাল কংগ্রেসের কমিটি​

আরও পড়ুন- ঠিক যেন লালুপ্রসাদ! কী বললেন এই ছাত্র, যা শুনে নেটদুনিয়া মোহিত​

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE