বিজ্ঞাপনে বলা হয়েছে, বিয়েতে দেওয়ার জন্য সঠিক উপহার। গ্রাফিক: সনৎ সিংহ
কেন্দ্র শুল্ক কমানোর পর তিন সপ্তাহ ধরে জ্বালানি তেলের দাম এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। বিয়ের মরশুমে বিষয়টি কিছুটা হলেও স্বস্তিদায়ক। এই মরসুমেই বিয়েতে উপহার দেওয়ার জন্য ই-ভাউচার আনল ইন্ডিয়ান অয়েল। ই-কমার্স সংস্থাগুলোর ই-ভাউচারের মতো এই ভাউচার উপহার হিসাবে দেওয়া যাবে।
এ নিয়ে ইন্ডিয়া অয়েল কর্পোরেশন লিমিটেড টুইটারে একটি বিজ্ঞাপন দিয়েছে। যে বিজ্ঞাপনে বলা হয়েছে, বিয়েতে দেওয়ার জন্য সঠিক উপহার। ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত দামে কেনা যাবে এই ই-ভাউচার। তবে,১৮বছরের বেশি বয়সিরাই অনলাইনে এই ভাউচার বুক করতে পারবেন।
এই ভাউচার দিয়ে ইন্ডিয়ান অয়েলের যে কোনো পাম্প থেকে পেট্রোল, ডিজেল বা গাডি়র লুব্রিক্যান্ট কেনা যাবে। শুধু তাই নয়, মিলবে ছাড়-ও।
Make the new beginnings of your loved ones much more special. A perfect gift to celebrate weddings, get the IndianOil's One4U e-Fuel Voucher today and shower them with your love & blessings.
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) November 27, 2021
To gift e-Fuel Voucher visit: https://t.co/9OKVtW6vLH#IndianOilRhino pic.twitter.com/6hxQpyeT9j
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট প্রকাশিত হতেই আগ্রহের পাশাপাশি সমালোচনা আর কটাক্ষের ঝড় উঠেছে। কেউ লিখেছেন, ‘জ্বালানির দামে লোকে জ্বলছে। আপনার লাভের রাস্তা খুঁজছেন।’ কেউ আবার লিখেছেন, ‘জ্বালানি তেলের দাম সোনার দামকে ছুঁয়ে ফেলবে। তাই সোনার বদলে তেল উপহার দিন।’ তবে, এর পাশাপাশি কেউ কেউ ইন্ডিয়ান অয়েলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy