Advertisement
১৩ অক্টোবর ২০২৪

দিল্লিতে বিজয়া সম্মিলনী মাতালেন ডোনা গঙ্গোপাধ্যায়

দিল্লির ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টারে কবি রবিতীর্থের আয়োজনে বিজয়া সম্মিলনীতে নৃত্য প্রদর্শন করলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর নৃত্যগোষ্ঠী। এই অনুষ্ঠানে তাঁরা মূলত মহিষাসুরমর্দিনী দুর্গার বিভিন্ন দেবতার কাছ থেকে নানা অস্ত্রলাভ করে মহিষাসুর বিজয়ের কাহিনী পরিবেশন করেছেন।

দিল্লিতে বিজয়া সম্মিলনীতে নৃত্য পরিবেশনে ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর নৃত্যগোষ্ঠী।- নিজস্ব চিত্র।

দিল্লিতে বিজয়া সম্মিলনীতে নৃত্য পরিবেশনে ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর নৃত্যগোষ্ঠী।- নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৫ ১৯:৫৩
Share: Save:

দিল্লির ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টারে কবি রবিতীর্থের আয়োজনে বিজয়া সম্মিলনীতে নৃত্য প্রদর্শন করলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর নৃত্যগোষ্ঠী। এই অনুষ্ঠানে তাঁরা মূলত মহিষাসুরমর্দিনী দুর্গার বিভিন্ন দেবতার কাছ থেকে নানা অস্ত্রলাভ করে মহিষাসুর বিজয়ের কাহিনী পরিবেশন করেছেন।এছাড়াও তাঁরা পরিবেশন করেছেন রাগভিত্তিক নৃত্যপালা 'পল্লবী', রামায়ণের কাহিনী নিয়ে তৈরি 'জটায়ু মোক্ষ' এবং শিবের তাণ্ডব ও পার্বতীর লাস্য নিয়ে বর্ণিত কাহিনী 'অর্ধনারীশ্বর'।

দিল্লিতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে দারুণ উচ্ছ্বসিত ডোনা গঙ্গোপাধ্যায়ের কথায়,‘'দিল্লির দর্শক সব সময়ই খুব প্রাণবন্ত। যত বারই দিল্লিতে পুজোর অনুষ্ঠান করতে এসেছি, খুব সমঝদার দর্শক পেয়েছি। দিল্লিতে অনুষ্ঠান করতে এলে আমার কখনও মনে হয় না, কলকাতার বাইরে আছি।’’

ডোনা আরও জানালেন যে, তিনি খুব শীঘ্রই তাঁর নতুন প্রোডাকশন 'শকুন্তলা' মঞ্চস্থ করার জন্য উন্মুখ হয়ে আছেন।’’

অন্য বিষয়গুলি:

dona ganguly del perform bijaya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE