Advertisement
০১ নভেম্বর ২০২৪

এ বার ‘শূন্য’ টাকার নোট!

বিনা দ্বিধায় হাতে ধরিয়ে দিন বান্ডিল বান্ডিল নোট। কারণ ঘুষ দেওয়ার জন্য নতুন নোট চলে এসেছে বাজারে। শূন্য টাকার নোট। সরকারি কর্মী হোন বা নেতা-মন্ত্রী, অথবা অন্য কেউ— ঘুষ চাইলেই হাতে ধরিয়ে দিন শূন্য টাকার নোট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৬ ১২:৩৫
Share: Save:

কেই কি ঘুষ চাইছে? ঘুষ দিয়ে দিন। বিনা দ্বিধায় হাতে ধরিয়ে দিন বান্ডিল বান্ডিল নোট। কারণ ঘুষ দেওয়ার জন্য নতুন নোট চলে এসেছে বাজারে। শূন্য টাকার নোট। সরকারি কর্মী হোন বা নেতা-মন্ত্রী, অথবা অন্য কেউ— ঘুষ চাইলেই হাতে ধরিয়ে দিন শূন্য টাকার নোট।

ফিফথ্‌ পিলার নামে একটি এনজিও এই শূন্য টাকার নোট বাজারে এনেছে। ঘুষের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতেই এই অভিনব ভাবনা সংস্থাটির। সংস্থার প্রতিষ্ঠাতা বিজয় আনন্দ বলছেন, এই শূন্য টাকার নোট যদি দেশের মানুষ ঠিক মতো ব্যবহার করতে পারেন, তা হলে ঘুষের বিরুদ্ধে এক বিরাট আন্দোলন গড়ে তোলা যাবে।

ঘুষখোরদের খপ্পরে পড়ে অনেকেই ঠিক মতো প্রতিবাদ করতে পারেন না। কাজ উদ্ধারের জন্য অনেকেই ঘুষ দিতে বাধ্য হন। অনেকে ঘুষ দিতে রাজি হন না। কিন্তু সে ভাবে প্রতিবাদও করতে পারেন না। ঘুষের বিরুদ্ধে যেটুকু প্রতিবাদ হয়, তা যে যার নিজের মতো করে করেন। তাতে ঘুষ বিরোধী আন্দোলন কোনও অবিচ্ছিন্ন রূপ পায় না। ফিফথ্‌ পিলার চাইছে, ঘুষ বিরোধী আন্দোলন গোটা দেশে একটা সংঘবদ্ধ আন্দোলন হিসেবে গড়ে উঠুক। কেউ ঘুষ চাইলেই তাকে শূন্য টাকার নোট ধরিয়ে দেওয়া হোক। তাতে ঘুষখোরদের এই বার্তা দেওয়া যাবে যে গোটা দেশে একই ধাঁচে আন্দোলন শুরু হয়ে গিয়েছে ঘুষের বিরুদ্ধে।

আরও পড়ুন:

কেমন করে রাখেন অফিস ডেস্ক? বলে দেয় আপনার চরিত্র

বিজয় আনন্দের কথায়, যে সব সরকারি কর্মী ঘুষ নেন, তাঁরা ভয়ে ভয়ে থাকেন। ঘুষ নেওয়ার খবর জানাজানি হলে যে চাকরি যেতে পারে, জেলও হতে পারে, সে কথা তাঁরা জানেন। কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ করেন না বলে ঘুষের লেনদেন চলতে থাকে। কেউ প্রতিবাদ করলে কিন্তু এই ঘুষখোররা চুপসে যান। ঘুষ চাইলেই শূন্য টাকার নোট ধরিয়ে দেওয়ার প্রবণতা যদি দেশজুড়ে বাড়তে থাকে, তা হলে ঘুষ চাইতেই ভয় পাবেন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মী এবং নেতামন্ত্রীরা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE