Advertisement
০১ নভেম্বর ২০২৪
Viral

কেবল কাঠবাদাম নয়, দীপাবলি উপলক্ষে বিশেষ অতিথিদের আর কী উপহার দিলেন মুকেশ-নীতা?

ছেলেমেয়ের বিয়ে হোক কিংবা বাড়িতে কোনও বিশেষ অনুষ্ঠান, অতিথি আাপ্যায়নে কোনও ত্রুটি রাখে না অম্বানী পরিবার। সম্প্রতি, বিশেষ অতিথিদের জন্য তৈরি করা নীতা অম্বানীর রিল্যায়েন্স ফাউন্ডেশনের ‘দীপাবলির হ্যাম্পার’ নিয়ে চর্চা তুঙ্গে।

অম্বানীদের দীপাবলির উপহার বাক্সে কী কী ছিল?

অম্বানীদের দীপাবলির উপহার বাক্সে কী কী ছিল? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৭:৩২
Share: Save:

বরাবরই সংবাদমাধ্যমের শিরোনামে থাকে অম্বানী পরিবার। কখনও তাঁদের বাড়ির বিয়ে নিয়ে মায়ের পর মাস ধরে চর্চা চলে, কখনও আবার তাঁদের সাজগোজ চর্চার বিষয় হয়ে ওঠে। ছেলেমেয়ের বিয়ে হোক কিংবা বাড়িতে কোনও বিশেষ অনুষ্ঠান, অতিথি আাপ্যায়নে কোনও ত্রুটি রাখে না অম্বানী পরিবার। সম্প্রতি, বিশেষ অতিথিদের জন্য তৈরি করা নীতা অম্বানীর রিল্যায়েন্স ফাউন্ডেশনের ‘দীপাবলির হ্যাম্পার’ নিয়ে চর্চা তুঙ্গে।

বৌমাদের বাড়ি, দামি গয়না উপহার দিলেও অম্বানীরা অতিথিদের দীপাবলিতে কী উপহার দেন, তা নিয়ে অনেকের মনেই বিস্তর প্রশ্ন ছিল। সম্প্রতি একটি ভিডিয়োয় দেখা গেল রিল্যায়েন্স ফাউন্ডেশনের ‘দীপাবলির হ্যাম্পার’-এর ঝলক। অতিথিদের জন্য তৈরি বিশেষ উপহারে ছিল অম্বানী পরিবারের ভাবনার ছোঁয়া।

কী কী ছিল সেই বাক্সে? স্থানীয় শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন জিনিস ছিল ‘দীপাবলির হ্যাম্পার’-এ। তাঁদের কাজকে সকলের মধ্যে ছড়িয়ে দিতেই এমন ভাবনা। উপহারের বাক্সে ছিল রুপোর গণেশ, দৃষ্টিহীন শিল্পীদের হাতে তৈরি প্রদীপ, ধূপ, এক প্যাকেট কাঠবাদাম, হাতে বোনা টেবিল-কভার। ভারতের বিভিন্ন প্রদেশের স্থানীয় শিল্পী ও তাঁদের শিল্পচর্চাকে বরাবরই গুরুত্ব দিয়েছেন নীতা। এই উপহার বাক্সে পুরো অম্বানী পরিবারের সইও ছিল। এর পাশাপাশি ছিল দীপাবলির শুভেচ্ছাবার্তা।

অন্য বিষয়গুলি:

Viral Nita Ambani Mukesh Ambani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE