প্রতীকী ছবি।
গুজরাতে বিধানসভা ভোটের আগে চরম অস্বস্তি বিজেপি শিবিরে। নরেন্দ্র মোদীর রাজ্যে মদ নিষিদ্ধ হলেও অত্যধিক মদ্যপানের অভিযোগে বিমানে উঠতে দেওয়া হল না সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী নিতিন পটেলের ছেলেকে। যা নিয়ে এখন রাজ্য রাজনীতিতে হইচই শুরু হয়ে গিয়েছে।
স্ত্রী-মেয়েকে নিয়ে একটি বিদেশি সংস্থার বিমানে চেপে গ্রিসে বেড়াতে যাচ্ছিলেন উপমুখ্যমন্ত্রীর ছেলে জাইমিন পটেল। বিমান সংস্থার অভিযোগ, জাইমিন এতটাই মদ্যপান করেছিলেন যে তাঁকে হুইলচেয়ারে করে আনা হয়। অভিবাসন কেন্দ্রেও হুইলচেয়ারে যান তিনি। তাঁর অবস্থা দেখে বিমানেই চড়ার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে জোর বচসাও হয়।
ভোটের আগে হাতে গরম ইস্যু পেয়ে বিরোধীরাও আসরে নেমে পড়েছে। তবে ঘটনাকে লঘু করতে নেমেছেন খোদ উপমুখ্যমন্ত্রী। নিতিন পটেল বলেন, তাঁর ছেলে অসুস্থ ছিলেন। তাই তাঁকে হুইলচেয়ারে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বিমান সংস্থার আচরণ দেখে গ্রিসে না গিয়ে বিমানবন্দর থেকেই ফিরে আসার পরামর্শ দেন তিনি। তাঁর অভিযোগ, বিরোধীরা তাঁকে ও পরিবারকে অহেতুক বদনাম করছে।
কিন্তু গোটা ঘটনায় ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিতিন পটেলকে ফোন করে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। দলের এক নেতার মতে, গুজরাতের বিধানসভা ভোট নরেন্দ্র মোদী ও অমিত শাহের কাছে সম্মানের লড়াই। মোদী গুজরাত ছাড়ার পরে সে রাজ্যে সংগঠনের রাশ অনেকটাই দুর্বল হয়েছে। মোদী-শাহ মেহনত করে এখন সেই জমি শক্ত করতে চাইছেন। একাধিক সভা, রোড-শোও করেছেন মোদী।
কিন্তু ভোটের আগে এমন কোনও ঘটনা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিক, তা চাইছেন না মোদী-শাহ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy