মাস্ক না পরা দিল্লির ওই দম্পতি। নিজস্ব চিত্র।
রাজধানী দিল্লিতে সপ্তাহান্তের লকডাউনের মধ্যেই রবিবার এক দম্পতি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ঘুরতে। লকডাউনের বিধিভঙ্গ এবং মাস্ক পরে না থাকায় বিকাল ৪টে নাগাদ দিল্লির দরিয়াগঞ্জ এলাকায় কর্তব্যরত পুলিশ অফিসাররা ধরেছিলেন তাঁদের। তখন ওই দম্পতি পুলিশকর্মীদের সঙ্গে যে ব্যবহার করেছেন, যে সব কথা বলেছেন তার ভিডিয়ো ভাইরাল নেটমাধ্যমে।
ভিডিয়োতে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘‘কেন আপনি আমাদের গাড়ি থামালেন? আমি আমার স্ত্রীর সঙ্গে যাচ্ছি।’’ পুলিশকর্মীরা তাঁদের দু’জনকে মাস্ক পরার কথা বললেও তা পরেননি তাঁরা। উল্টে গাড়ি থেকে বেরিয়ে রীতিমতো আগ্রাসী ভাবে পুলিশের সঙ্গে কথা বলেছেন ওই মহিলা। চালান কাটার জন্য পুলিশকে ‘ভিখারি’ বলেছেন। করোনাভাইরাস বলে কিছু নেই, মানুষকে হয়রানির জন্য পুলিশ এ রকম করছে— এই অভিযোগ করতেও দেখা গিয়েছে ওই মহিলাকে। পাশাপাশি পুলিশ কর্মীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে ওই মহিলা বলেছেন, ‘‘আমি আমার স্বামীকে চুম্বন করব। আপনি আটকাতে পারবেন?’’
পুলিশ জানিয়েছে, ওই দম্পতির নাম পঙ্কজ দত্ত এবং আভা গুপ্তা। লকডাউনে জরুরিকালীন পরিস্থিতিতে যাওয়ার জন্য কোনও অনুমতিপত্র ছিল না তাঁদের। মাস্কও পরেননি তাঁরা। যদিও দিল্লি হাইকোর্ট কিছুদিন আগে গাড়ির মধ্যেও মাস্ক পরে থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছিল। পুলিশের এক অফিসার জানিয়েছেন, পঙ্কজকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে। আভাকেও সোমবার গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
#WATCH | A couple misbehaved with Delhi Police personnel in Daryaganj area earlier today after they were stopped & asked the reason for not wearing face masks.
— ANI (@ANI) April 18, 2021
"An FIR under various sections of IPC has been lodged against them," say police.
(Video source - Delhi Police) pic.twitter.com/hv1rMln3CU
১৯ এপ্রিল সোমবার রাত ১০টা থেকে লকডাউন ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আগামী সোমবার ভোর ৫টা অবধি চলবে এই লকডাউন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy