দিল্লি পুলিশের এসআইকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ছবি টুইটার।
স্বামীর অত্যাচারের শিকার হলেন খোদ পুলিশকর্মী! দিল্লি পুলিশের সাব-ইনস্পেক্টরকে (এসআই) মারধর ও শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। পেশায় আইনজীবী স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে টুইটারে সরব হয়েছেন ওই মহিলা পুলিশকর্মী। দক্ষিণ পশ্চিম দিল্লির দ্বারকা এলাকার ঘটনা। সোমবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন ডোলি তেভাখিয়া নামের ওই পুলিশকর্মী। রবিবার নিজেই টুইট করে স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জানিয়েছেন ওই মহিলা পুলিশকর্মী। এ নিয়ে একটি ভিডিয়োও টুইট করেছেন তিনি। ভিডিয়োতে দেখা গিয়েছে, এসআই-কে মারধর করছেন তাঁর স্বামী তরুণ দাবাস। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
টুইটারে দিল্লির মহিলা কমিশনের কাছ থেকে সাহায্য চেয়েছেন ওই এসআই। এই ঘটনায় পুলিশকে নোটিস পাঠিয়েছে কমিশন। সোমবার ওই এসআই জানিয়েছেন যে, তাঁর স্বামীর বিরুদ্ধে তিনি এখনও পর্যন্ত তিন বার অভিযোগ দায়ের করেছেন।
I am Sub-Inspector in Delhi Police presently on maternity leave. Today my husband Advocate Mr. Tarun Dabas r/o village- Barwala, Sector-36, Rohini, Delhi came at my home and brutally beat me @PMOIndia @HMOIndia @CPDelhi @DCWDelhi @NCWIndia @indiatvnews @TimesNow @barconcilindia pic.twitter.com/hXbwvuZMHD
— Doli Tevathia (@TevathiaDoli) December 11, 2022
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১, ৪২৭ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। মহিলা পুলিশকর্মীর ভাইকেও মারধর করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এসআইয়ের স্বামী মাদকাসক্ত বলে দাবি করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy