দিল্লির উন্নয়ন নিয়ে এ বার সরাসরি সেখানকার সরকারকে মতামত জানাতে পারবে জনগণ। বাজেট অধিবেশন শুরুর আগে উন্নয়ন নিয়ে জনমত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির নবনির্বাচিত বিজেপি সরকার।
আগামী ২৪ মার্চ দিল্লি বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে। চলবে ২৬ মার্চ পর্যন্ত। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত একটি ইমেল আইডি এবং হোয়াট্সঅ্যাপ নম্বর প্রকাশ করেন। তিনি জানান, সমাজের সব স্তরের মানুষ ইমেল কিংবা হোয়াট্সঅ্যাপ করে উন্নয়ন নিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন। সবার মতামত গ্রহণ করার জন্য প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান দিল্লির মুখ্যমন্ত্রী।
রেখা জানান, বাজেটে ‘বিকশিত দিল্লি’ গঠনের উপর নজর দেওয়া হবে। বিশেষ নজর দেওয়া হবে মহিলাদের আর্থিক অনুদান দেওয়া, স্বাস্থ্য পরিষেবা, গণপরিবহণ, দূষণ নিয়ন্ত্রণ, কর্মসংস্থান তৈরি, যমুনা পরিষ্কার, বয়স্কদের কল্যাণ এবং নিরাপত্তার উপর।
আরও পড়ুন:
সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী এ-ও জানান, সোমবার বিভিন্ন মহিলা সংগঠনের প্রতিনিধিদের বিধানসভা চত্বরে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই দিন ওই প্রতিনিধিরা মহিলাদের উন্নয়ন এবং নিরাপত্তা সংক্রান্ত সম্ভাব্য পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে নিজেদের মতামত জানাবেন। একই ভাবে অন্য দিনগুলিতে মতামত জানাবেন শ্রমিক সংগঠনের সদস্য এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্তেরা।