Advertisement
০২ নভেম্বর ২০২৪

মুম্বই-এর নর্দমায় মহিলা শিল্পী আর আইনজীবীর বাক্সবন্দি অর্ধনগ্ন লাশ

শিল্পী হেমা উপাধ্যায় আর তাঁর আইনজীবী হরিশ ভাম্বানির বাক্স বন্দি লাশ মিলল মুম্বই-এর নর্দমায়। শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন দু’জনই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৫ ১৬:৫৯
Share: Save:

শিল্পী হেমা উপাধ্যায় আর তাঁর আইনজীবী হরিশ ভাম্বানির বাক্স বন্দি লাশ মিলল মুম্বই-এর নর্দমায়। শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন দু’জনই। দুই পরিবারের পক্ষ থেকে থানায় আলাদা আলাদা মিসিং ডায়েরিও করা হয়েছিল। শনিবার মুম্বই শহরতলির কান্দিভালি এলাকার নর্দমায় দু’টি কার্ডবোর্ডের বাক্সে উদ্ধার হয় প্লাস্টিক মোড়া জোড়া মৃতদেহ। এই দুই মৃতদেহ হেমা এবং হরিশের বলে রবিবার নিশ্চিত করেছে পুলিশ। দু’জনের দেহেই অন্তর্বাস ছাড়া অন্য কোনও পোশাক ছিল না। দু’টি দেহই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান, শ্বাস রোধ করে খুন করা হয়েছে দু’জনকে।

৪২ বছরের হেমা উপাধ্যায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের জাতীয় বৃত্তি পেয়েছেন। পেয়েছেন জাতীয় ললিত কলা অ্যাকাডেমি এবং গুজরাত ললিত কলা অ্যাকাডেমির বার্ষিক পুরস্কারও। হেমার স্বামী চিত্রশিল্পী চিন্তন উপাধ্যায়। দু’বছর আগে স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে হেনস্থার অভিযোগ দায়ের করছিলেন হেমা। এই মামলায় হেমার আইনজীবী ছিলেন ৬৫ বছরের হরিশ ভাম্বানি।

অন্য বিষয়গুলি:

hema upadhay deadbody mumbai MostReadStories
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE