দাউদ ইব্রাহিম
দু’বছর পরে ফের নিলামে উঠতে চলেছে দাউদ ইব্রাহিমের হোটেল রৌনক আফরোজ। এখন দিল্লি জাইকা বলে যাকে চেনে মুম্বই শহর। অর্থ মন্ত্রকের তরফে প্রকাশিত একটি বিজ্ঞাপনে জানা গিয়েছে, আগামী ১৪ নভেম্বর ওই হোটেলের সঙ্গে দাউদের আরও পাঁচ স্থাবর সম্পত্তি নিলাম হবে। যার মধ্যে রয়েছে মুম্বইয়ের মহম্মদ আলি রোডে শবনম গেস্ট হাউস, মাজগাঁওয়ে পার্ল হারবার বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট, দাদরিওয়ালায় একটি ঘর, ঔরঙ্গাবাদের কাছে একটি কারখানার জমি। নিলামে উঠবে ভেন্ডি বাজারের কাছে কুখ্যাত ধামড়ওয়ালা বাড়িটিও। আশির দশকে ভারত ছেড়ে পালানোর আগে পর্যন্ত এখানেই থাকতেন দাউদ। ওই বাড়িতেই থেকেছেন দাউদের দিদি হাসিনা পার্কার ও ভাই ইকবাল কাসকর। অর্থ মন্ত্রকের ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, হোটেল রৌনক আফরোজার দাম শুরু হচ্ছে ৫.৫৪ কোটি টাকা থেকে।
মুম্বই বিস্ফোরণকাণ্ডে দোষী সাব্যস্ত দাউদ ভারত ছেড়ে পালানোর পর এ দেশে তাঁর নামে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সরকার। ২০১৫ সালে এমনই এক নিলামে ৪.২৮ কোটি টাকায় বিক্রি হয়ে যায় হোটেল রৌনক আফরোজা। কিন্তু ক্রেতা নির্দিষ্ট সময়ে টাকা জমা করতে না পারায় তা ফের চলে আসে সরকারের হাতেই। এর আগেও দাউদের অনেক সম্পত্তি নিলামে উঠেছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই মেলেনি ক্রেতা। প্রশাসনের একাংশের মতে, মাফিয়া নেতার রোষে পড়ার ভয়েই পিছিয়ে বারবার গিয়েছেন ক্রেতারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy