বিহারের সাসারামে খালে ভাসছে টাকা! ভিডিয়ো থেকে নেওয়া।
বিহারের সাসারামে অবাক কাণ্ড! একটি খালে আচমকাই তাড়া তাড়া নোট ভেসে আসতে দেখেন স্থানীয়রা। কালো জলে দলবেধে নেমে চলে নোট কাড়াকাড়ি। খবর পেয়ে খালের ধারে এসে পৌঁছয় পুলিশ। লাঠি চালিয়ে জনতাকে ভাগিয়ে দেওয়া হয়। কিন্তু টাকা এল কোথা থেকে? এখনও বুঝে উঠতে পারছে না পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে তারা খালের জলে টাকা ভাসতে দেখে চমকে যান। সঙ্গে সঙ্গে খালে নেমে টাকা পকেটে ভরতে শুরু করেন। দেখতে দেখতেই বহু মানুষ খালের জলে নেমে টাকা কুড়োতে শুরু করেন। পরিস্থিতি যখন প্রায় হাতের বাইরে, পুলিশ এসে সবাইকে সরিয়ে দেয়।
#Bihar:Hugh Amount of Notes found thrown in the canal in Bihar's #Sasaram.
— Siraj Noorani (@sirajnoorani) May 6, 2023
There was a competition to loot the bundle of cash.
A/C to the Police they reached at the spot and tried to inquire but could not find anything.@AsmeetonGround Video pic.twitter.com/CdrRtRy5QY
পুলিশের দাবি, নোট কোথা থেকে এল তার তদন্ত শুরু হয়েছে। যদিও ওই নোটের তাড়া আসল না নকল তা এখনও পর্যন্ত বোঝা যায়নি। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে খালে ভাসা নোটের ছবি দেখা গিয়েছে। খালের আশপাশে অনেকেই খালের জলে ভেজা নোট বাড়ির চালে শুকোতে দিয়েছেন, সেই ছবিও ভাসছে সমাজমাধ্যমে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy