কেন্দ্রীয় সংস্থার অধীনে স্বল্প সময়ের চুক্তিতে চাকরির সুযোগ। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজ়ার লিমিটেড (আরসিএফএল)-এর তরফে অফিসার হিসাবে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রম্বে শাখার কর্মাশিয়াল বিভাগে ওই পদে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
যে কোনও শাখায় স্নাতককে ওই পদে নিয়োগ করা হবে। তবে, এ ক্ষেত্রে তাঁর মেরিন ভেসেল, শিপিং ক্ষেত্রে অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এ ছাড়াও আমদানি, রফতানি, মেরিন ভেসেল ট্র্যাকিং, কাস্টমস অ্যান্ড পোর্ট অ্যাক্টিভিটিজ় সংক্রান্ত কাজেও দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৫৪,০৫০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে তাঁকে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের তরফে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আলাদা করে অনলাইনে আগ্রহীদের আবেদন পাঠাতে হবে।
আবেদনমূল্য ১,০০০ টাকা। অনলাইন পোর্টাল ৩১ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।