গ্রাফিক শৌভিক দেবনাথ
দেশের করোনার লেখচিত্র নিম্নমুখী হলেও থেমে নেই সংক্রমণ হার। গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দু’লক্ষ ৯০ হাজারে। যা শনিবারের চেয়ে ১০ শতাংশ কম। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ঠেকেছে ১৮ লক্ষ ৩১ হাজার ২৬৮-তে। তবে স্বাস্থ্য মহলকে চিন্তায় রাখছে কোভিড সংক্রমণের হার। সরকারি তথ্য অনুযায়ী, ১৪.৫০ থেকে ১৫.৭০ শতাংশে এসে দাঁড়িয়েছে সংক্রমণ হার। চিন্তা বাড়াচ্ছে কেরল, মহারাষ্ট্রের মতো রাজ্যের করোনা পরিস্থিতি।
মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, দেশের সাপ্তাহিক সংক্রমণ হার ১৫.৭০ শতাংশ। তবে ক্রমশ সুস্থতার হার বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, করোনায় সুস্থতার হার ৯৪.৩৭ শতাংশ। গত দিন যা ছিল ৯৪.২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দু’লক্ষ ৬২ হাজার ৬২৮ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
সরকারি বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৫৯ জনের করোনায় মৃত্যু হয়েছে। যার মধ্যে শুধু কেরলেই মারা গিয়েছেন ৩৭৪ জন। রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৭৪ জন। সেখানে পজিটিভিটি হার ৬.৩৭ শতাংশ। মহারাষ্ট্রে গত এক দিনে ২২ হাজার ৪৪৪ জনের করোনা ধরা পড়েছে।
ইতিমধ্যে দেশে ১৬৬ কোটি করোনা টিকা দেওয়া সম্পূর্ণ হয়েছে। সোমবার থেকে শুরু হল ১৫ থেকে ১৮ বছর বয়সিদের জন্য দ্বিতীয় টিকার প্রস্তুতি। অপ্রাপ্তবয়স্কদের কেবল কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy