Advertisement
০২ নভেম্বর ২০২৪
COVID-19

Coronavirus in India: দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বাড়ল, ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যুও

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০ অক্টোবর পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৮ হাজার ৯৯৬।

দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ১১:১৮
Share: Save:

পর পর দু’দিন ১৪ হাজারের নীচে থাকার পরে বুধবার দেশে বেশ কিছুটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬২৩ জন। দেশে এক দিনে মৃত্যুর সংখ্যাও কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১৯৭ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০ অক্টোবর, বুধবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৮ হাজার ৯৯৬। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৬৫১ জনের। যদিও দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৫.৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ১.১০ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৪৪৬ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ২৪৭ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৯৮।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৩ লক্ষ ২৩ হাজার ৭০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ কোটি ৪৪ লক্ষ ২৯ হাজার ৮৯০ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৪১ লক্ষ ৩৬ হাজার ১৪২ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৯৯ কোটি ১২ লক্ষ ৮২ হাজার ২৮৩ টিকা দেওয়া হয়েছে।

অন্য বিষয়গুলি:

COVID-19 Positivity Rate Covid Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE