Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
Urvashi Rautela

৬৪ বছরের অভিনেতার সঙ্গে ‘অশালীন’ নাচ! প্রবল রোষানলের মুখে উর্বশী রাউতেলা

শুধু নাচের দৃশ্যই নয়, নন্দমুরির সঙ্গে উর্বশীর বয়সের ব্যবধান নিয়েও কটাক্ষ ধেয়ে আসছে। নন্দমুরির বয়স ৬৪। অভিনেতার পাশাপাশি তিনি একজন রাজনীতিকও।

Urvashi Rautela badly criticized for her ‘vulgar’ dance step in Daku Maharaj film

‘অশালীন’ নাচের জন্য রোষানলে উর্বশী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৮:২৩
Share: Save:

নেটদুনিয়ায় প্রবল রোষানলের মুখে উর্বশী রাউতেলা। ‘অশালীন’ নাচের অভিযোগ উঠল অভিনেত্রীর বিরুদ্ধে। ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ নামের একটি গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকের। কী ভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, গান মুক্তির কিছু ক্ষণের মধ্যেই প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা।

শুধু নাচের দৃশ্যই নয়, নন্দমুরির সঙ্গে উর্বশীর বয়সের ব্যবধান নিয়েও কটাক্ষ ধেয়ে আসছে। নন্দমুরির বয়স ৬৪। অভিনেতার পাশাপাশি তিনি একজন রাজনীতিকও। অন্য দিকে উর্বশীর বয়স মাত্র ৩০। কী ভাবে কন্যার বয়সি মহিলার সঙ্গে এমন নাচছেন বর্ষীয়ান অভিনেতা? এমন প্রশ্ন ধেয়ে এসেছে নন্দমুরির দিকেও। ছবির নির্মাতাদের দিকেও আঙুল তুলছেন নেটাগরিকেরা।

এই নাচের ভিডিয়ো দেখে এক নেটাগরিক সমাজমাধ্যমে লিখেছেন, “এই ধরনের নাচের ভঙ্গি কী ভাবে কোরিয়োগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কী ভাবে এ সব করতে রাজি হন! একেবারে জঘন্য।” আর এক নেটাগরিকের মন্তব্য, “অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এই ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধ হয় ছবির প্রচার হচ্ছে।” কেউ কেউ দাবি করেছেন, মহিলাদের জন্য এই ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।

‘ডাকু মহারাজ’ নামের এই ছবিতে নন্দমুরি ও উর্বশী ছাড়াও রয়েছেন ববি দেওল, দুলকর সলমন, পায়েল রাজপুত, প্রকাশ রাজ, রণিত রায়-সহ আরও অনেকে। আগামী ১২ জানুয়ারি এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

অন্য বিষয়গুলি:

Urvashi Rautela
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy