ছবি: সংগৃহীত।
লাল পিঁপড়ের চাটনিতে কী ভাবে আটকানো যাবে করোনা? একটি জনস্বার্থ মামলার সূত্রে এ নিয়ে আয়ুষ মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করল ওড়িশা হাইকোর্ট। মন্ত্রক ও কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-কে তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। নয়াধর পাধিয়াল নামে ওড়িশার বারিপদার এক ইঞ্জিনিয়ার গত জুনে ঠিক এই প্রশ্নটিই রেখেছিলেন আয়ুষ মন্ত্রকের কাছে। ওড়িশা, ছত্তীসগঢ়ের মতো রাজ্যের জনজাতিদের মধ্যে জ্বর-সর্দিকাশির টোটকা হিসেবে কাঁচালঙ্কা ও লাল পিঁপড়ে দিয়ে তৈরি চাটনি খাওয়ার প্রচলন রয়েছে। বিষয়টি নিয়ে গবেষণার প্রস্তাব দিয়েছিলেন পাধিয়াল। কিন্তু আয়ুষ মন্ত্রকের কাছে কোনও উত্তর না-পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আদালত বলেছে, ‘‘এই আবেদনের যৌক্তিকতা নিয়ে কোনও মতামত দেওয়া হচ্ছে না। তবে আয়ুষ মন্ত্রক ও সিএসআইআরের ডিজি-কে তিন মাসের মধ্যে তাঁদের সিদ্ধান্ত জানাতে বলা হল।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy