Advertisement
১৮ অক্টোবর ২০২৪
Coronavirus

Coronavirus: চার মাসে সর্বোচ্চ করোনা সংক্রমণ! রাশ টানতেই কি বাড়ানো হল পরীক্ষা?

করোনা সংক্রমণ ১৩ হাজার ছাড়িয়েছিল শনিবারই। তবে বৃহস্পতিবার এই সংখ্যা আরও বেড়েছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ১৩ হাজার ছাড়িয়েছিল সংক্রমণ।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১১:১৬
Share: Save:

দেশে করোনার দৈনিক সংক্রমণ আবার ১৩ হাজার ছাড়াল। গত শনিবারের হিসাব অনুযায়ী ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২১৬ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবারের দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব বলছে, দেশে ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট করোনা রোগীর সংখ্যাও বেড়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাবে দেশে এখন ৮৩ হাজার ৯৯০ জন করোনা রোগী রয়েছেন। সংখ্যাটা আগে এর কাছাকাছি পৌঁছেছিল গত মার্চের ২ তারিখে। এ বছরের শুরুতেই করোনার ওমিক্রন রূপের সংক্রমণ শুরু হওয়ায় দেশ জুড়ে করোনা স্ফীতি শুরু হয়েছিল। যার জের চলেছিল মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত। কয়েক মাসের মধ্যেই জুনের শেষ সপ্তাহে একই জায়গায় পৌঁছচ্ছে করোনা সংক্রমণের পরিসংখ্যান।

এক দিনে ৩৮ জনের করোনায় মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে এর মধ্যে কেরলের অ-নথিভুক্ত মৃত্যু ২০টি। বাকি ১৮ জনের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। মহারাষ্ট্র এবং দিল্লি দুই রাজ্যেই মারা গিয়েছেন তিন জন। পশ্চিমবঙ্গ এবং পঞ্জাবে গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে।

করোনার বাড়তে থাকা সংক্রমণের দিকে নজর রেখেই সম্ভবত গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। বুধবারের দেওয়া হিসাব অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় তিন লক্ষ ১০ হাজার ৬২৩ জনের করোনা পরীক্ষা করানো হয়েছিল। বৃহস্পতিবারের হিসাব বলছে গত এক দিনে দেশে ছ’লক্ষ ৫৬ হাজার ৪১০ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। দৈনিক করোনা সংক্রমণের হার অর্থাৎ মোট পরীক্ষার নিরিখে সংক্রমিতের অনুপাত গত ২৪ ঘণ্টায় কিছুটা কমে হয়েছে ২.০৩ শতাংশ।

অন্য বিষয়গুলি:

Coronavirus Corona in India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE