সনিয়া, রাহুল এবং মল্লিকার্জুন (বাঁদিক থেকে)। — ফাইল চিত্র।
পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন এবং আগামী বছরের লোকসভা ভোটকে ‘পাখির চোখ’ করে কেন্দ্রীয় নির্বাচন কমিটি গড়ে ফেলল কংগ্রেস। সোমবার এআইসিসির তরফে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের নেতত্বাধীন ১৬ সদস্যের কমিটিতে রয়েছেন দলের দুই প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী।
লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীও স্থান পেয়েছেন ওই কমিটিতে। কংগ্রেস কেন্দ্রীয় নির্বাচন কমিটির অন্য সদস্যেরা হলেন, অম্বিকা সোনি, সলমন খুরশিদ, মধুসুদন মিস্ত্রি, এন উত্তমকুমার রেড্ডি, টিএস সিংহ দেও, কেজে জর্জ, প্রীতম সিংহ, মহম্মদ জাভেদ, অমি ইয়াগনিক, পিএল পুনিয়া, ওঙ্কার মরকম এবং কেসি বেনুগোপাল।
এআইসিসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বেনুগোপাল সোমবার এ কথা জানিয়েছেন। প্রসঙ্গত, কংগ্রেস সংবিধান অনুযায়ী দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটিই লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের চূড়ান্ত প্রার্থীতালিকা অনুমোদন করে।
আগামী ১৬ সেপ্টেম্বর তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদের প্রদেশ কংগ্রেস সভাপতিদের নিয়ে নবগঠিত ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক হবে বলেও জানিয়েছে এআইসিসির সাধারণ সম্পাদক বেনুগোপাল। প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হওয়ার প্রায় ১০ মাস পরে, গত ২০ অগস্ট দলের সর্বোচ্চ নীতি নির্ধারক ওয়াকিং কমিটি গড়েছিলেন খড়্গে। বাংলা থেকে অধীর ছাড়াও ওই কমিটিতে ঠাঁই পেয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy