ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) অনুমোদিত পাঠ্যবই নিয়ে বুধবার লোকসভায় উঠল প্রশ্ন। এনসিইআরটি অনুমোদিত পাঠ্যবই থেকে কেন সংবিধানের প্রস্তাবনা বাদ দেওয়া হল তা নিয়ে সরব হন কেরলের কংগ্রেস সাংসদ সফি পরাম্বিল।
প্রসঙ্গত, মঙ্গলবার প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছিল, এনসিইআরটি অনুমোদিত ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে সংবিধানের প্রস্তাবনা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সরাসরি তা অস্বীকার করে বলেছিলেন, ‘‘এমন কোনও সিদ্ধান্ত হয়নি।’’ যদিও কেরলের ভাডাকারার কংগ্রেস সাংসদ সফি মঙ্গলবার বলেন, ‘‘ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত ‘সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ’ শব্দদু’টি আড়াল করাই নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্য।’’
আরও পড়ুন:
লোকসভা ভোটের পর থেকেই এনসিইআরটি অনুমোদিত সামাজিক এবং রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যবইয়ের ‘পরিমার্জন’ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। জুন মাসে সংস্থার অধিকর্তা দীনেশপ্রসাদ সাকলানি জানিয়েছিলেন, সামাজিক বিজ্ঞানের পাঠ্যক্রম সংশোধনের জন্য একটি উচ্চপর্যায়ের প্যানেলের সুপারিশ অনুসারে তাদের অনুমোদিত পাঠ্যবইয়ে ইন্ডিয়া-র পাশাপাশি, থাকছে ভারত-ও। তার পরেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছিলেন, ‘‘আরএসএস অনুমোদিত সংস্থার মতো কাজ করছে এনসিইআরটি।’’