বিতর্কের প্রেক্ষিতে সাফাই দিলেন শিবরাজ পাটিল। ফাইল ছবি।
প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাটিল এ বার তাঁর ‘জিহাদ মন্তব্যে’র ব্যাখ্যা দিলেন। অর্জুনকে জেহাদ বিষয়ে জ্ঞানদান করেছিলেন কৃষ্ণ, এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি আসলে কী বলতে চেয়েছেন, তার ব্যাখ্যা করে শিবরাজ বলেন, ‘‘কৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, তাকেও কি আপনি জেহাদ বলবেন? না। আমি এটাই বলেছি।’’
বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে মহসিনা কিদোয়াইয়ের একটি বই উদ্বোধনের অনুষ্ঠানে শিবরাজ দাবি করেছিলেন, শ্রীকৃষ্ণ জেহাদের শিক্ষা দিয়েছিলেন অর্জুনকে। শিবরাজের এই মন্তব্যের পরই আসরে নেমে পড়ে বিজেপি। কংগ্রেসকে ‘হিন্দু বিরোধী’ আখ্যা দিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগ করে গেরুয়া শিবির।
শুক্রবার আবার এই প্রসঙ্গে ফিরে আসেন শিবরাজ। তবে বিজেপির দাবি মেনে তিনি ক্ষমা চাওয়ার রাস্তায় হাঁটেননি। তিনি বলেন, ‘‘হিন্দু ধর্মে কোনও ধার্মিক ব্যক্তির হত্যাই জেহাদ। মহাত্মা গান্ধীর হত্যাও জেহাদ। এটা আমাদের কর্তব্য এবং সেই কর্তব্য পালনে আমরা বদ্ধপরিকর, এটা শ্রীকৃষ্ণের বলা কথা। আপনি কি একে জেহাদ বলবেন?’’
তার পরেই দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর সংযোজন, ‘‘আপনারাই তো একে জেহাদ বলছেন। কৃষ্ণের দেওয়া অর্জুনকে উপদেশকে কি আপনারা জেহাদ বলবেন? না, এটাই আমি বলেছি।’’ তাঁর দাবি, তিনি কখনওই জেহাদ নিয়ে এমন কিছু বলেননি যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠতে পারে।
প্রত্যাশিত ভাবেই বিজেপি শিবরাজের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। বিজেপির এক মুখপাত্র টুইট করেন, ‘‘কংগ্রেসের শিবরাজ পাটিল বলছেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে জেহাদ শিখিয়েছিলেন! কংগ্রেসই প্রথম রামমন্দিরের বিরোধিতা করেছিল, রামচন্দ্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল, হিন্দুত্বের সঙ্গে আইএসের তুলনা করেছিল।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy