Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Congress

বিজেপির জি২০ তাস, সরব কংগ্রেস

কংগ্রেসের অভিযোগ, দেশের গুরুত্বপূর্ণ সঙ্কটগুলি থেকে জনসাধারণের মনোযোগ সরাতে জি ২০-কে ব্যবহার করেছে মোদী সরকার।

Jairam Ramesh.

জয়রাম রমেশ। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৩ ০৭:৩৩
Share: Save:

বাকি আর তিন সপ্তাহ। নয়াদিল্লিতে বসতে চলেছে জি২০ দেশগুলির শীর্ষ সম্মেলন। তার ঠিক আগে কংগ্রেসের অভিযোগ, দেশের গুরুত্বপূর্ণ সঙ্কটগুলি থেকে জনসাধারণের মনোযোগ সরাতে জি ২০-কে ব্যবহার করেছে মোদী সরকার। পাশাপাশি তাকে ভোট প্রচারের অস্ত্রও করে তুলছে কেন্দ্র। কংগ্রেস নেতার বক্তব্য, একটি নিয়মমাফিক কূটনৈতিক অনুষ্ঠানকে নিয়ে হইচই করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। অতীতে কংগ্রেস সরকার দিল্লিতে ‘ন্যাম’ বা জোট নিরেপক্ষ রাষ্ট্রগুলির শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল। কিন্তু তাকে ভোটের অস্ত্র করেনি।

কংগ্রেসের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ আজ বিষয়টি নিয়ে টুইট করেছেন। তাঁর কথায়, ‘জি ২০ গঠিত হয়েছিল ১৯৯৯ সালে। ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এর সদস্য নিয়ে। গঠনের পর থেকে এখন পর্যন্ত এই সংগঠন শীর্ষ সম্মেলন পর্যায়ক্রমে ১৭টি দেশে আয়োজিত হয়েছে এবং এ বার ভারত এই সম্মেলন আয়োজন করতে চলেছে।’ তাঁর কথায়, ‘এই শীর্ষ সম্মেলনটিকে কেন্দ্র করে যে ভাবে নির্বাচনী প্রচার চালানো হচ্ছে এবং পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে, অন্য কোনও দেশে তা হয়নি। দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে জনগণের মনোযোগ সরাতে এই কাজ করছে সরকার।’

কংগ্রেস নেতা মনে করিয়ে দিয়েছেন, ‘আমাদের মনে রাখা উচিত যে ১৯৮৩ সালে ১০০টিরও বেশি দেশের জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলির শীর্ষ সম্মেলন এবং তার পরে কমনওয়েলথ দেশগুলির শীর্ষ সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার সেগুলো নির্বাচনী লাভের জন্য ব্যবহার করেনি।”

পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে আজ দাবি করেছেন, সিএজি রিপোর্টে স্পষ্ট হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারের বহু প্রচারিত উড়ান যোজনা ৯৩ শতাংশ যাত্রাপথেই ব্যর্থ। ‘হাওয়াই চপ্পল পরা মানুষ এ বার বিমানে চড়বেন’ বলে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ভুয়ো প্রমাণিত। সাধারণ মানুষ শুধু মাত্র এই সরকারের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতিই পেয়ে এসেছে।

অন্য বিষয়গুলি:

Congress Narendra Modi G20 summit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy