Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Catholic Priests

‘কংগ্রেসের পক্ষে প্রচার করেছে ক্যাথলিক গির্জা’! গোয়ায় ঘৃণাভাষণে অভিযুক্ত বিজেপি নেতা

অভিযুক্ত বিজেপি নেতাদের দাবি, ক্যাথলিক গির্জাগুলির পাদ্রিরা সরাসরি কংগ্রেসের হয়ে প্রচার করার কারণেই খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ গোয়া লোকসভা কেন্দ্রে পদ্মের পরাজয় হয়েছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২৪ ১১:৪৭
Share: Save:

ক্যাথলিক গির্জার যাজকদের বিরুদ্ধে ঘৃণাভাষণের অভিযোগে গোয়ার দুই বিজেপি নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করল কংগ্রেস। গোয়া বিজেপির মুখপাত্র গিরিরাজ পাই ভার্নেকর এবং মার্মাগাওয়ের বিধায়ক সংকল্প আমনকরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গিরিশ চোড়ানকর।

অভিযোগ, লোকসভা ভোটে দক্ষিণ গোয়া কেন্দ্রে বিজেপির হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাংবাদিক বৈঠকে সরাসরি ক্যাথলিক গির্জাগুলিকে নিশানা করেছিলেন ওই দুই বিজেপি নেতা। তাঁরা বলেছিলেন, ক্যাথলিক গির্জাগুলির পাদ্রিরা সরাসরি কংগ্রেসের হয়ে প্রচার করার কারণেই খ্রিস্টান অধ্যুষিত ওই কেন্দ্রে বিজেপির পরাজয় হয়েছে। ওই সাংবাদিক বৈঠকের পরেই দক্ষিণ গোয়ার সালসেট এলাকায় গোষ্ঠী উত্তেজনা তৈরি হয় বলে অভিযোগ।

এ প্রসঙ্গে চোড়ানকর শুক্রবার বলেন, ‘‘অন্যায় ভাবে খ্রিস্টান যাজকদের নিশানা করে মেরুকরণ উস্কে দিতে চাইছে বিজেপি।’’ প্রসঙ্গত, কোঙ্কণ উপকূলের বিজেপি শাসিত রাজ্য গোয়ায় দু’টি লোকসভা আসন রয়েছে। এ বার উত্তর গোয়ায় জিতেছেন বিজেপির শ্রীপদ নায়েক। দক্ষিণ গোয়ায় কংগ্রেসের ভিরিয়াতো ফার্নান্ডেজ়। কংগ্রেসের রমাকান্ত খালাপকে প্রায় ১ লক্ষ ১৬ হাজার ভোটের হারিয়েছেন শ্রীপদ। অন্য দিকে, বিজেপির ধনকুবের প্রার্থী পল্পবী শ্রীনিবাস ডেম্পোকে প্রায় ১৪ হাজার ভোটে হারিয়ে দিয়েছেন ফার্নান্ডেজ়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE