Advertisement
০৫ নভেম্বর ২০২৪

হেরাল্ড মামলায় তুমুল হট্টগোল সংসদে, রাজ্যসভা মুলতুবি দফায় দফায়

প্রতিহংসার রাজনীতির অভিযোগ তুলে সংসদে তুমুল হট্টগোল শুরু করে দিল কংগ্রেস। বুধবার সংসদের দুই কক্ষেই প্রবল হইচই শুরু করেন কংগ্রেস সাংসদরা। লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে স্পিকার সুমিত্রা মহাজন বলতে না দেওয়ায় আগুনে ঘৃতাহুতি পড়ে।

তুমুল হট্টগোল রাজ্যসভায়। ছবি: পিটিআই।

তুমুল হট্টগোল রাজ্যসভায়। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৫ ১২:৩০
Share: Save:

প্রতিহংসার রাজনীতির অভিযোগ তুলে সংসদে তুমুল হট্টগোল শুরু করে দিল কংগ্রেস। বুধবার সংসদের দুই কক্ষেই প্রবল হইচই শুরু করেন কংগ্রেস সাংসদরা। লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে স্পিকার সুমিত্রা মহাজন বলতে না দেওয়ায় আগুনে ঘৃতাহুতি পড়ে। রাজ্যসভার কাজও ইতিমধ্যেই দু’বার মুলতুবি করতে হয়েছে।

ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গাঁধী ও রাহুল গাঁধীকে আদালত সমন পাঠানোর পর থেকেই রণংদেহী মূর্তিতে কংগ্রেস। প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি’র সরকার, দাবি দেশের প্রধান বিরোধী দলের। তার মধ্যেই কংগ্রেস শাসিত হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ নিয়েও বিজেপি সরব হতে শুরু করেছে। হিমাচলের মুখ্যমন্ত্রীর নামে অভিযোগপত্র নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছে শাসক দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তাতে আরও চটেছে কংগ্রেস। সংসদের কাজ বুধবার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই লোকসভা ও রাজ্যসভায় কংগ্রেস সাংসদরা হট্টগোল শুরু করে দেন। সকাল ১১টা নাগাদ কংগ্রেস সাংসদরা লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সনিয়া, রাহুলকে সমন পাঠানো নিয়ে কংগ্রেসের বিক্ষোভ চলতে থাকে। লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে বক্তব্য রাখতে চান। কিন্তু স্পিকার সুমিত্রা মহাজন রাজি হননি। তিনি জানিয়ে দেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার আগে খাড়গেকে বলতে দেওয়া হবে না। তাতে হট্টগোল আরও বেড়ে যায়। অবশেষে ১২টার পর খাড়গেকে স্পিকার বক্তব্য পেশ করার অনুমতি দেন।

আরও পড়ুন:

শাশুড়ি অস্ত্রে শান সনিয়ার

রাজ্যসভার পরিস্থিতি আরও প্রতিকূল। সকাল থেকেই ব্যানার হাতে নিয়ে রাজ্য সভায় বিক্ষোভ শুরু করেছে কংগ্রেস। চেয়ারম্যান হামিদ আনসারি প্রথমে সাড়ে ১১টা পর্যন্ত সভা মুলতুবি করে দেন। ফের সভা শুরু হলে কংগ্রেস ফের বিক্ষোভ শুরু করে। ফলে হামিদ আনসারি আবার বেলা ১২টা ১৫ পর্যন্ত মুলতুবি করে দিয়েছেন রাজ্যসভার কাজ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE