Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National news

ফি দিতে না পারায় পরীক্ষায় বসতে দিল না স্কুল, আত্মঘাতী ছাত্রী

বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। হায়দরাবাদের মালকানগিরির ঘটনা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫৪
Share: Save:

‘ওরা আমায় পরীক্ষায় বসতে দিল না! দুঃখিত মা’। আত্মহত্যার আগে স্কুলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে মাকে উদ্দেশ্য করে এই কয়েকটা শব্দই লিখে গিয়েছিল নবম শ্রেণির ছাত্রীটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। হায়দরাবাদের মালকানগিরির ঘটনা।

পুলিশ সূত্রে খবর, মালকানগিরিরই একটি বেসরকারি স্কুলে পড়ত ছাত্রীটি। পরীক্ষা থাকায় ওই দিন স্কুলে যায় সে। অভিযোগ, পরীক্ষার ফি দিতে না পারায় অন্য পড়ুয়াদের সামনে তাঁকে অপমান করে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেই অপমান সহ্য করতে না পেরে বাড়িতে ফিরেই আত্মহত্যা করে ছাত্রীটি।

আরও পড়ুন: শৌচাগারে ছাত্রের দেহ, পিটিয়ে খুনের অভিযোগ দিল্লির স্কুলে

আরও পড়ুন: পড়ুয়াদের পেটে কিল, ক্ষুব্ধ রাজ্য

স্কুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছে মেয়েটির পরিবার। যদিও স্কুল কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছেন। ছাত্রীর পরিবারের দাবি, সকলের সামনে অপমান করায় সেটা সে মেনে নিতে পারেনি। স্কুল থেকে বাড়িতে ফিরেই বোনকে পুরো ঘটনাটা জানিয়েছিল সে। শুধু তাই নয়, এই ঘটনার কারণে সে যে প্রচণ্ড অপমান বোধ করেছে সেটাও জানিয়েছিল। তার পরই আত্মহত্যার পথ বেছে নেয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE