Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Vande Bharat

বন্দে ভারতে ‘বন্দে মাতরম’-এর সুর, বাঁশি বাজিয়ে ভাইরাল দ্বাদশ শ্রেণির ছাত্র

ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছিলেন রেলের আধিকারিক অনন্ত রূপানাগুড়ি। তাতে দেখা গিয়েছে, অপ্রমেয় শেষাদ্রি নামে বেঙ্গালুরুর এক কিশোর বাঁশিতে ‘বন্দে মাতরম’ বাজাচ্ছে।

ট্রেনে বাঁশিতে ‘বন্দে মাতরম’ সুর তুলল দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া।

ট্রেনে বাঁশিতে ‘বন্দে মাতরম’ সুর তুলল দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ২০:০৭
Share: Save:

শুক্রবারই চেন্নাই-মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধনের পরেই সেই ট্রেনে বাঁশিতে ‘বন্দে মাতরম’ সুর তুলল দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া। ভিডিয়ো এখন ভাইরাল।

ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছিলেন রেলের আধিকারিক অনন্ত রূপানাগুড়ি। তাতে দেখা গিয়েছে, অপ্রমেয় শেষাদ্রি নামে বেঙ্গালুরুর এক কিশোর বাঁশিতে ‘বন্দে মাতরম’ বাজাচ্ছে। মুগ্ধ হয়ে শুনছেন যাত্রীরা। কেউ বসে, কেউ আবার দাঁড়িয়ে রয়েছেন কিশোরের পিছনে। এক সহযাত্রীই তুলেছেন সেই ভিডিয়ো।

৪৭ সেকেন্ডের ভিডিয়োটি দেখে উচ্ছ্বসিত নেটাগরিকরা। প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি ৫,৮০০ বার দেখা হয়েছে। ৪০০ লাইক প়ড়েছে। অনেকেই ‘বন্দে ভারত’ ট্রেনটির প্রশংসা করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বন্দে ভারত উদ্যোগ আমার ভাল লেগেছে। তবে ট্রেনটি দেখতেই ভাল। আসনগুলি আরামদায়ক নয়। এর থেকে শতাব্দীর সাধারণ এসি চেয়ারকারও ভাল।’’

প্রসঙ্গত, ১১ নভেম্বরে বেঙ্গালুরুর ক্রান্তিবীরা সাঙ্গোলি রায়ান্না (কেএসআর) স্টেশনে চেন্নাই-মাইসুরু বন্দে ভারত ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দক্ষিণ ভারতে এ ধরনের ট্রেন এই প্রথম।

অন্য বিষয়গুলি:

Vande Bharat Flute Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE