ছবি- ফেসবুক থেকে
ধর্মগুরুর গাড়ির চালক হয়ে পদের অমর্যাদা করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি অজিত শর্মা। এই দাবি করে, শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে নালিশ ঠোকার কথা ভাবছে গৌহাটি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। গত ৫ সেপ্টেম্বর উত্তর-পূর্ব ভূমিপুত্রদের যৌথ মঞ্চের সম্মেলন উপলক্ষে গুয়াহাটি এসেছিলেন ধর্মগুরু রবিশঙ্কর। আরএসএস ও বিজেপি নেতাদের সঙ্গে ধর্মগুরুকে স্বাগত জানাতে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে হাজির ছিলেন গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি অজিত সিংহও। শুধু স্বাগত জানানোই নয়, অজিতবাবু নিজের গাড়ির সামনের আসনে বসিয়ে রবিশঙ্করকে গুয়াহাটি নিয়ে আসেন।
আরও পড়ুন: চিন, পাকিস্তান বিপদ নয়, সুর বদলে ফেললেন বিপিন
স্টিয়ারিং তুলে নেন নিজের হাতে। বার অ্যাসোসিয়েশন এই ঘটনার নিন্দা করে বলে, হাইকোর্টের প্রধান বিচারপতির পদে থেকে এ ভাবে কোনও ধর্মগুরুর সারথি হওয়াটা অত্যন্ত নিন্দনীয় ও দৃষ্টিকটূ কাজ। এমন কাজ করে তিনি হাইকোর্টের নিয়ম ভেঙেছেন। অ্যাসোসিয়েশন সূত্রে জানানো হয়, কার্যবাহী কমিটির বৈঠকে এ নিয়ে নিন্দা প্রস্তাব নেওয়া হয়েছে। আগামী কাল বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভার বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে। অজিত শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানানোর কথাও বিবেচনা করা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy