একই পরিবারের চার সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল চেন্নাইয়ে। বৃহস্পতিবার সকালে বন্ধ ঘর থেকে চার জনের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, চার জনই আত্মহত্যা করেছেন। তাঁদের মৃত্যুর নেপথ্য কারণ কী, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
চেন্নাইয়ের অন্না নগরের বাসিন্দা বালামুরগান পেশায় চিকিৎসক। তাঁর স্ত্রী সুমথি আইনজীবী। তাঁদের এক পুত্র যশবন্ত কুমার নিট পরীক্ষার্থী এবং অপর জন লিঙ্গেশ একাদশ শ্রেণির ছাত্র। চার জনকেই একই বাড়িতে আলাদা আলাদা ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ওই চিকিৎসকের গাড়ির চালক প্রতি দিনের মতো মৃতের বাড়ি যান। কিন্তু বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বার বার ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ মেলেনি। তখনই সন্দেহ হয় ওই চালকের। তিনি থানায় গিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আর্থিক সঙ্কটের কারণে চার জনই আত্মহত্যা করেছেন। ওই চিকিৎসকের মাথায় ঋণের বোঝা ছিল বলে দাবি। সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। যদিও ঘরের মধ্যেও কোনও সুইসাইড নোট মেলেনি। পুলিশ মনে করছে, ঋণদাতাদের চাপের মুখে পড়ে সপরিবার ওই চিকিৎসক আত্মহত্যা করে থাকতে পারেন।