বাইক পার্কিং নিয়ে বচসা থেকে হাতাহাতি। আর তার জেরেই এক বিজ্ঞানীর মৃত্যু হল পঞ্জাবের মোহালিতে। মঙ্গলবার রাতের ঘটনা। বুধবার পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে পড়শির বিরুদ্ধে। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত বিজ্ঞানীর নাম অভিষেক স্বর্ণকার। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)-এর প্রজেক্ট সায়েন্টিস্ট ছিলেন। আদতে ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা অভিষেক। মোহালিতে আসার আগে সুইৎজ়ারল্যান্ডে কর্মরত ছিলেন। সম্প্রতি আইআইএসইআর-এ যোগ দিয়েছিলেন। বাবা-মাকে সঙ্গে নিয়ে মোহালির সেক্টর ২৯-এ বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার রাতে কাজ থেকে ফেরেন। বাড়ির সামনে প্রতিবেশী যুবক মন্টির বাইক দাঁড় করানো ছিল। বাইকের কাছেই মন্টি এবং পাড়ার কয়েক জন দাঁড়িয়ে ছিলেন। অভিষেক বাইক সরাতে বলেন মন্টিকে। কিন্তু অভিযোগ, বাইক সরাতে অস্বীকার করেন মন্টি। তার পর অভিষেক নিজেই সেই বাইক সরানোর চেষ্টা করেন। তখনই বচসা শুরু হয়। অভিযোগ, বচসার মাঝেই মন্টি ধাক্কা মারেন অভিষেককে। ঘুষিও চালান। আর তাতেই রাস্তায় পড়ে যান বিজ্ঞানী অভিষেক। এই পরিস্থিতি দেখে দুই পরিবারের অভিভাবকেরা ছুটে আসেন। অন্য পড়শিরাও এগিয়ে আসেন। তার পর মন্টিকে টেনে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
রাস্তায় পড়ে অভিষেক আঘাত পান। তাঁকে টেনে তোলা হয়। কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়তেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিষেককে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, অভিষেকের কিডনির সমস্যা ছিল। সম্প্রতি তাঁর একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। অভিষেককে নিজের একটি কিডনি দান করেন তাঁর দিদি। অভিষেকের ডায়ালিসিসও চলছিল।