Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Chattisgarh

Chattisgarh: এক সময়ে যে কলেজে মালি, নিরাপত্তারক্ষীর কাজ করতেন, এখন সেখানকারই অধ্যক্ষ ইনি

নাম ঈশ্বর সিংহ বদগাহ। ছত্তীসগঢ়ের বৈটলপুরের একটি প্রত্যন্ত গ্রামে জন্ম। গ্রামের স্কুলেই পড়াশোনা করে বেড়ে ওঠা।

ইশ্বর বদগাহ।

ইশ্বর বদগাহ।

সংবাদ সংস্থা
রাইপুর শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ১৩:৪২
Share: Save:

এক সময়ে যে কলেজে মালির কাজ করতেন, দিতেন রাতপাহারাও, সেই কলেজেরই অধ্যক্ষ ছত্তীসগঢ়ের এক ব্যক্তি। তাঁর জীবনের গল্পটা অনেকটা সিনেমার মতো মনে হলেও অধ্যক্ষ হওয়ার পিছনে তাঁর সংগ্রামের কাহিনি উদ্ধুদ্ধ করার মতোই।

নাম ঈশ্বর সিংহ বদগাহ। ছত্তীসগঢ়ের বৈটলপুরের একটি প্রত্যন্ত গ্রামে জন্ম। গ্রামের স্কুলেই পড়াশোনা করে বেড়ে ওঠা। পরিবারে আর্থিক অনটন ছিল নিত্যসঙ্গী। ফলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার পরই সংসারের জোয়াল কাঁধে তুলে নিতে হয় ঈশ্বরকে।

চাকরির সন্ধানে বৈটলপুরের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছিলেন ভিলাই শহরে। সেখানে প্রথমে একটি কাপড়ের দোকানে মাসিক ১৫০ টাকা বেতনে কাজ নেন তিনি। কিন্তু প্রতকূল পরিস্থিতি তাঁর পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার খিদেটাকে দমাতে দেননি। ফলে কাজ করতে করতেই শহরের কল্যাণ কলেজে ভর্তি হন।

কলেজে ভর্তি হওয়ার বেশ কয়েক দিন পর কলেজেরই বাগানে মালির কাজ নেন। চাষি পরিবারের ছেলে, ফলে গাছগাছালি সম্পর্কে ভালই ধারণা ছিল ঈশ্বরের। বেশ কিছু দিন মালির কাজ করার পর, কলেজে চৌকিদারের কাজও জুটিয়ে নেন। মাঝে মাঝে কলেজের নির্মাণকাজে সুপারভাইজারের কাজেও সহায়তা করতে শুরু করেন। নির্মাণকাজে তাঁর দক্ষতা দেখে কলেজ কর্তৃপক্ষ খুশি হন। তাঁকে কলেজের সব নির্মাণকাজের সুপারভাইজারের দায়িত্ব দেওয়া হয় পূর্ণ সময়ের জন্য। ইতিমধ্যেই ১৯৮৯ সালে স্নাতক হন ঈশ্বর। তাঁকে কলেজে স্থাপত্যের শিক্ষকতার জন্য আংশিক সময়ের দায়িত্ব দেওয়া হয়। এর পাশাপাশি তিনি এমএড, বিপিএড এবং এমফিল-ও করেন। এর পর তাঁকে সহকারী অধ্যাপকের পদে নিয়োগ করা হয়। যোগ্যতা এবং অভিজ্ঞতাই তাঁর অধ্যক্ষ হওয়ার পথ মসৃণ করে দেয়।

ঈশ্বর বলেন, “এক জন মালি থেকে অধ্যক্ষ হওয়ার পথটা মোটেই সহজ ছিল না। এর পিছনে নিজের যেমন খিদে ছিল, তেমনই কলেজের প্রত্যেক শিক্ষক এবং পড়ুয়াদের সহযোগিতা এই পথকে একটু একটু করে এগিয়ে নিয়ে গিয়েছে।” ১৯৮৯-এ কলেজের মালির কাজ করতেন ঈশ্বর। ২০০৫-এ সেই কলেজেরই অধ্যক্ষ হন তিনি।

অন্য বিষয়গুলি:

College Chattisgarh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy