কেরলের পুত্তিঙ্গল মন্দিরের বাজি-বিপর্যয়ে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। তা সত্ত্বেও উৎসবে আতসবাজির প্রদর্শনীতে কোনও লাগাম দেওয়ার চেষ্টা চোখে পড়ল না রাজ্যে। আগামী রবিবার তিরুঅনন্তপুরম থেকে ২৭০ কিলোমিটার দূরে ত্রিশূর পুরম মহা উৎসবের শেষ দিনে ফের আকাশজোড়া আতসবাজির খেলা হওয়ার কথা। যদিও মুখ্যমন্ত্রী উমেন চান্ডি বলেন, ‘‘বাজির প্রতিযোগিতার অনুমতি দেওয়া হয়নি। অনুমোদিত মাত্রার মধ্যে বাজি ফাটাতে হবে।’’ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বন্ধ রাখা হবে আশপাশের সব পেট্রোল পাম্প।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy