Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Vijay Mallya & Nirav Modi

‘পলাতক’ বিজয় মাল্য, নীরব মোদীদের দেশে ফেরানোর উদ্যোগ! ব্রিটেন যাচ্ছে তিন সংস্থা

সূত্রের খবর, ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কথা বলে মাল্য, মোদীদের প্রত্যর্পণের বিষয়ে গতি আনার চেষ্টা করবে তিনটি তদন্তকারী সংস্থা। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও এই বিষয়ে কিছু জানা যায়নি।

CBI, ED and NIA team to make UK trip for extradition of Vijay Mallya, Nirav Modi

বিজয় মাল্য (বাঁ দিকে) এবং নীরব মোদী। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ ১৩:০২
Share: Save:

ঋণখেলাপি ‘পলাতক’ ব্যবসায়ীদের নাগাল পেতে এ বার ব্রিটেনে পাড়ি দিচ্ছেন ভারতের তদন্তকারীরা। সংবাদ সংস্থা এএনআই সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ইডি, সিবিআই এবং জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে তৈরি হওয়া একটি উচ্চপর্যায়ের দল শীঘ্রই ব্রিটেনে যেতে চলেছে। বিদেশ মন্ত্রকের মাধ্যমে ব্রিটেনের সর্বোচ্চ প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে মাল্য, মোদীদের প্রত্যর্পণের তোড়জোড় শুরু করার চেষ্টা করবে ওই দলটি। যদিও কেন্দ্রের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।

ওই সূত্র মারফত জানা গিয়েছে, বিদেশ মন্ত্রকের এক আধিকারিক তদন্তকারীদের দলটির নেতৃত্বে থাকবেন। ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কথা বলে সে দেশে থাকা এবং বিদেশে নামে-বেনামে রাখা সম্পত্তিগুলিকেও বাজেয়াপ্ত করার আবেদন জানাবে ভারতের দলটি। হিরে ব্যবসায়ী নীরব মোদী, কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন মালিক বিজয় মাল্য ছাড়াও আরও এক পলাতকের প্রত্যর্পণের বিষয়ে গতি আনতে চাইছে ভারত। তিনি হলেন অস্ত্রব্যবসায়ী সঞ্জয় ভান্ডারী। ইউপিএ জমানায় একাধিক অস্ত্রচুক্তিতে মধ্যস্থতা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৬ সালে ইডি এবং আয়কর দফতর সঞ্জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার পরেই দেশ ছাড়েন তিনি। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার ‘ঘনিষ্ঠ’ এই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ যে, তিনি লন্ডন এবং দুবাইতে সম্পত্তি কিনেছেন।

ভারত এবং ব্রিটেনের মধ্যে চুক্তি অনুযায়ী, অর্থনৈতিক অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপ্রক্রিয়া চললে এক দেশ অপর দেশের সঙ্গে তদন্ত সংক্রান্ত তথ্য আদানপ্রদান করবে। এর আগে নীরব এবং মাল্যকে প্রত্যর্পণের চেষ্টা করলেও আইনি জটের কারণে এখনও পর্যন্ত তাতে সফল হয়নি ভারত। ঘটনাচক্রে, লোকসভা ভোটের আগে ফের এই বিষয়ে তৎপরতা দেখানোর ইঙ্গিত দিল কেন্দ্র।

অন্য বিষয়গুলি:

Vijay Mallya Nirav Modi ED CBI NIA Britain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy