২৬/১১ মুম্বই হামলার চক্রী তাহাউর রানাকে ভারতে আনার পরেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ২০০৮ সালের ২৬ নভেম্বর রাতে কপালজোরে প্রাণে বাঁচার স্মৃতিচারণ করলেন সামাজিক মাধ্যমে। সেই সময় কংগ্রেসের মন্ত্রী ছিলেন হিমন্ত। ওই রাতে তাঁর তাজ হোটেলেই থাকার কথা ছিল, যেখানে হামলা চালিয়েছিল লস্কর জঙ্গিরা।
হিমন্তের কথায়, ‘ওই দিন আমার তাজে থাকার পরিকল্পনা থাকলেও নিয়তির ইচ্ছা অন্য ছিল। তাই হয়তো, আমি শেষ মুহূর্তে অন্য হোটেলে চলে গিয়েছিলাম। সেই রাতের ভয়াবহতা চিরকাল আমার মনে থাকবে।’ হিমন্ত আরও লেখেন, ‘সেই দিন থেকে আমার মনে একটাই কথা ঘুরত, এই হামলার মূল পাণ্ডা এক দিন তার কর্মফল ভোগ করবেই। ১৬ বছর পরে রানাকে ভারতের আনতে পারার ঘটনা শুধু শান্তিই দিল না, আত্মবিশ্বাসও ফিরে পেলাম। ভারতের শাসন এখন এমন এক দৃঢ়সঙ্কল্প নেতৃত্বের হাতে রয়েছে যে, শত্রুরা ফের আক্রমণ করার আগে দু’বার ভাববে।’ নিজস্ব সংবাদদাতা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)