এই ছবিটিই টুইট করেছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক।
নদীর জল সাধারণত ঘোলা হয়। কিন্তু জলের উপর থেকে নীচ পর্যন্ত দেখা যাচ্ছে এমন স্বচ্ছ নদী খুব কমই দেখা যায়। সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এমনই একটি নদীর ছবি টুইট করেছে।
সেই ছবিতে দেখা যাচ্ছে একেবারে কাচের মতো স্বচ্ছ নদী। জলের নীচে থাকা পাথরও স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে মন্ত্রক লিখেছে, ‘এটা বিশ্বের অন্যতম স্বচ্ছ নদী।’ জল এতটাই স্বচ্ছ যে, নদীতা ভাসা নৌকাটিকে মনে হচ্ছে যেন সেটি শূন্যে ভাসছে!
এ ছবি হয়তো দেখেছেন আগেও। অনেকে নদীটিকেও দেখেছেন। এ দেশেই রয়েছে সেই নদী। ভ্রমণপিপাসুদের কাছে এই নদীর জনপ্রিয়তাও রয়েছে। নদীটি কোথায় এ প্রশ্ন করলে অনেকেই হয়তো তার সঠিক উত্তরও দেবেন। কিন্তু নদীর নাম?
One of the cleanest rivers in the world. It is in India. River Umngot, 100 Kms from Shillong, in Meghalaya state. It seems as if the boat is in air; water is so clean and transparent. Wish all our rivers were as clean. Hats off to the people of Meghalaya. pic.twitter.com/pvVsSdrGQE
— Ministry of Jal Shakti #AmritMahotsav (@MoJSDoWRRDGR) November 16, 2021
নদীটি মেঘালয়ে। খুব পরিচিতও বটে। শিলং থেকে ১০০ কিলোমিটার দূরে। নদীর নাম উমনগোট। কিন্তু এটি স্থানীয় ভাবে ডাউকি নামে বেশি পরিচিত। ভারত-বাংলাদেশ সীমান্তে এশিয়ার সবচেয়ে স্বচ্ছ গ্রামের তকমা পাওয়া মাওলিনং গ্রামের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। কোনও আবর্জনা ফেলা নিষেধ রয়েছে এই নদীতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy