প্রতীকী ছবি।
দিল্লির কপাল খুলল, কলকাতার নয়!
বায়ুদূষণের নিরিখে দিল্লির সঙ্গে টক্কর দেয় কলকাতা। বৃহস্পতিবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলি দিল্লির বায়ুদূষণ রোধে বিশেষ প্রকল্প ঘোষণা করলেও সেই তালিকায় নাম থাকল না কলকাতার। বরং দিল্লির পাশাপাশি হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশের ঠাঁই হয়েছে ওই বিশেষ প্রকল্পে।
পরিবেশবিদদের অনেকে অবশ্য বলছেন, দিল্লি তো দূরস্থান, বুধবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের বাজেট বক্তৃতাতেও তো পরিবেশের উল্লেখ পর্যন্ত ছিল না। পরিবহণ সংক্রান্ত বাজেটে ৪০টি বিদ্যুৎচালিত বাস চালানোর ঘোষণা ছাড়া কলকাতার দূষণরোধ নিয়ে কোনও প্রকল্পের উল্লেখ নেই। পরিবেশকর্মী নব দত্তের মন্তব্য, ‘‘রাজ্য, কেন্দ্র—দু’পক্ষের কাছেই কলকাতা দুয়োরানি ছিল। দুয়োরানি হয়েই রইল।’’ রাজ্যের এক পরিবেশকর্তা বলছেন, ‘‘রাজ্য মন্ত্রিসভায় পরিবেশ দফতর তো চিরকালই পিছনের সারিতে। ফলে ব্রাত্য হওয়া আর নতুন কী!’’
দিল্লির দূষণ রোধে কেন্দ্রের তৎপরতার পিছনে অনেকে আন্তর্জাতিক মঞ্চে মুখ বাঁচানোর লড়াইও দেখছেন। পরিবেশবিদদের অনেকেই বলছেন, সম্প্রতি ডাভোসে ইকনমিক ফোরাম চলার সময় একটি আন্তর্জাতিক সমীক্ষায় মুখ পুড়েছে ভারতের। দুনিয়ার ১৮০টি দেশের মধ্যে ঠাঁই হয়েছে একেবারে শেষ সারিতে। আন্তর্জাতিক ক্ষেত্রে দূষণ নিয়ে অস্বস্তিতে পড়ার পিছনে দিল্লির দূষণ অনেকটাই দায়ী। কারণ, রাজধানী দিল্লিতে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। গত অক্টোবরে দিল্লিতে বায়ুদূষণ মাত্রাছাড়া হওয়ার পরে বিভিন্ন দূতাবাসের তরফে আশঙ্কাও প্রকাশ করা হয়েছিল। কিন্তু কলকাতার মতো শহরে সে সব সমস্যা নেই।
পরিবেশ গবেষণা সংস্থা ‘সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট’এর এগজিকিউটিভ ডিরেক্টর অনুমিতা রায়চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘‘বায়ুদূষণকে দিল্লির স্থানীয় সমস্যা হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এ তো জাতীয় সমস্যা। তাই এই প্রকল্পকে বৃহত্তর ক্ষেত্রে রূপায়ণের প্রয়োজনীয়তা ছিল।
পরিবেশকর্মী সুভাষ দত্তের আক্ষেপ, কলকাতার দূষণ নিয়ে কোনও দিনই কেন্দ্রের মাথাব্যথা নেই। চিরকালই অবহেলা করা হয়েছে কলকাতা-সহ পূর্ব ভারতকে। আর এ রাজ্যের সরকার দূষণ নিয়ে ‘উদাসীন’। তাই কলকাতার কপালে কিছুই জোটে না। যদিও পরিবেশ দফতরের এক সূত্রের দাবি, গত বছরও মহানগর এবং লাগোয়া এলাকায় বায়ুদূষণ রোধে কেন্দ্র তৈরির টাকা দিয়েছে মোদী সরকার। তবে এ বারের বাজেটে কেন তা মিলল না, তার সদুত্তর মেলেনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy