পুলিশ কোয়ার্টারের ভিতরেই দুদিন ধরে পড়েছিল এক মহিলা কনস্টেবলের মৃতদেহ। দুদিন ধরে তাঁকে দেখতে না পেয়েও খোঁজ করেননি কেউ। শুক্রবার খোঁজ পরে। পুলিশ তাঁর ঘরের দরজা খুলে দেখতে পায়, ঘরের ভিতরে ওই কনস্টেবল ছাড়াও আরও দুজনের দেহ রয়েছে। পরে তাঁদের ওই মহিলা পুলিশ কর্মীর মা এবং মেয়ে বলে চিহ্নিত করেছে পুলিশ।
ঘটনাটি ঝাড়খণ্ডের। তবে খাস পুলিশের আবাসনে এমন রহস্যজনক মৃত্যুর ঘটনা কী ভাবে হল তা এখনও বুঝে উঠতে পারেন নি তদন্তকারীরা। তবে ওই মহিলা পুলিশকর্মীকে তাঁর মা এবং মেয়ের সঙ্গে খুন করা হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ওই মহিলা পুলিশকর্মীকে ঘরে ঢোকার মূল দরজাটি বাইরে থেকে বন্ধ করা ছিল। ফলে, ঘটনাটিতে বাইরের কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আপাতত তিনজনেরই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।