অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আগুন জ্বলেছিল দেশের বিভিন্ন প্রান্তে। ফাইল ছবি।
ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প, অগ্নিপথ নিয়ে আলোচনার সুযোগ না পাওয়ায় বৈঠক থেকে ওয়াক আউট করলেন তিন বিজেপি-বিরোধী সাংসদ। কংগ্রেসের কেসি বেণুগোপাল, উত্তমকুমার রেড্ডি এবং বিএসপির সাংসদ কুঁয়ার দানিশ আলি সংসদের প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে অগ্নিপথ নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন। তাঁদের দাবি না মানায় বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান তাঁরা।
কমিটির চেয়ারম্যান জুয়েল ওরামের নেতৃত্বে শুক্রবার বৈঠকে বসেছিল প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটি। সেখানে অগ্নিপথ নিয়ে আলোচনার দাবি জানান বিরোধী সাংসদেরা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ওরাম জানান, সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কী আলোচনা হবে তা আগে থেকেই স্থির করা থাকে। সেই নিয়ম মেনেই আলোচনা হবে। তিন বিরোধী সাংসদ চেয়ারম্যানকে অনুরোধ করেন, যাতে পরবর্তী বৈঠকের আলোচ্যসূচিতে অগ্নিপথকে ঢোকানো হয়। অভিযোগ, চেয়ারম্যান তাতেও সায় দেননি। এর পরই বৈঠক থেকে ওয়াক আউট করেন তিন জন সাংসদ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy